বিপিএলে ফিরছে নিলাম পদ্ধতি?
 
বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগেই এখন নিলামের মাধ্যমে খেলোয়াড়দের দলে ভেড়াতে দেখা যায়। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম দুই আসরেও নিলাম পদ্ধতি ছিল। কিন্তু ২০১৫ সাল থেকে শুরু হয় প্লেয়ার্স ড্রাফট পদ্ধতি। অনেকদিন ধরেই দেশের ক্রিকেটপ্রেমীরা নিলাম পদ্ধতি ফেরানোর দাবি করে আসছিলেন। এবার একই দাবি জানালো ফ্র্যাঞ্চাইজি নিতে আগ্রহী প্রতিষ্ঠানগুলো।
বিপিএলের ১২তম আসর মাঠে গড়ানোর সম্ভাব্য সূচি হিসেবে বলা হয়েছে ডিসেম্বর-জানুয়ারির কথা। সেই অনুযায়ী বিপিএল আয়োজনে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বর্তমানে চলছে ফ্র্যাঞ্চাইজি বাছাই প্রক্রিয়া।
আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছিল বিসিবি। সেখানেই প্রতিষ্ঠানগুলো নিলাম পদ্ধতি ফেরানোর দাবি জানায়। এমনটাই নিশ্চিত করেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু।
মিঠু গণমাধ্যমকে বলেন, 'আজকে এটা (বিপিএলে নিলাম) নিয়ে আলোচনা হয়েছে। আমরা এখন পরবর্তী বিপিএলের সভায় এটা নিয়ে আরও কথা বলব। আমাদের তো সময় আছে। ১৫ তারিখের পরে কিন্তু আমাদের প্লেয়ার্স ড্রাফট। এটা আজকে আমরা শুনেছি, লিখে নিয়েছি। এটা নিয়ে আমরা আলোচনা করে যেটা ভালো হয় লিগের জন্য সেটা করা হবে।'
এর আগে বিপিএলে প্রথম ও দ্বিতীয় আসরে (২০১২ ও ২০১৩) খেলোয়াড় বাছাই হয়েছিল নিলামের মাধ্যমে। এক বছর বিরতি দিয়ে বিপিএল আবার ফিরলে চালু হয় প্লেয়ার্স ড্রাফট পদ্ধতি। এরপর থেকেই এই পদ্ধতি চলে আসছে। তবে ফ্র্যাঞ্চাইজিগুলোর দাবি, নিলাম ব্যবস্থা ফিরলে বড় তারকাদের দলে টানার প্রতিযোগিতা বাড়বে এবং লিগের আকর্ষণও বাড়বে।
প্রসঙ্গত, আগামী ১৫ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা বিপিএলে প্লেয়ার্স ড্রাফট। তার আগে বেঠকে বসবে বিপিএলের গভর্নিং কাউন্সিল। সেই বৈঠকে সিদ্ধান্ত হবে বিপিএলে নিলাম পদ্ধতি ফেরা না ফেরা নিয়ে।

 
                   স্পোর্টস ডেস্ক
                                                  স্পোর্টস ডেস্ক
               
 
 
 
