হংকং সিক্সেসের জন্য দল ঘোষণা বিসিবির
আসন্ন হংকং সিক্সেস-২০২৫ টুর্নামেন্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৭ থেকে ৯ নভেম্বর হংকংয়ের টিন কোয়াং রোড রিক্রিয়েশন গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে সংক্ষিপ্ত সংস্করণের এই টুর্নামেন্ট।
বাংলাদেশ এখনো হংকং সিক্সেসের শিরোপা জিততে পারেনি। তবে গত বছর দারুণ পারফরম্যান্সে সেমিফাইনালে উঠেছিল তারা। এবার শিরোপার লক্ষ্যে আরও শক্তিশালী দল নিয়ে মাঠে নামছে টাইগাররা।
টুর্নামেন্টটিতে বাংলাদেশ দলের নেতৃত্বে থাকছেন অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক ও উইকেটরক্ষক ব্যাটার আকবর আলি। এছাড়া অভিজ্ঞ অলরাউন্ডার আবু হায়দার রনি গতবারের মতো এবারও দলে আছেন। গত আসরে দুর্দান্ত পারফরম্যান্স করা ওপেনার জিশান আলমও জায়গা ধরে রেখেছেন। তিনি ২০২৪ সালে চার ম্যাচে ৭৬ গড়ে ১৫২ রান করার পাশাপাশি নিয়েছিলেন ছয়টি উইকেট।
আরও পড়ুন : ফের মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান, আছে বাংলাদেশও
দলে আরো আছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। গত আসরে চার ম্যাচে তিনটি উইকেট নিয়েছিলেন তিনি। আরেক অভিজ্ঞ অলরাউন্ডার জাতীয় দলের ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকতও দলে আছেন। বাংলাদেশের হয়ে সব সংস্করণ মিলিয়ে ৮০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান ও পেস বোলিং অলরাউন্ডার তোফায়েল আহমেদ রায়হানকে রাখা হয়েছে দলে। অভিজ্ঞ ও তরুণ তারকাদের মিশ্রণে গড়া এই দল এবার ট্রফি জয়ের স্বপ্ন নিয়েই টুর্নামেন্টে অংশ নিচ্ছে।
আগামী ৭ নভেম্বর থেকে হংকংয়ে অনুষ্ঠিত হবে সিক্সেস টুর্নামেন্ট। মোট ১২টি দল অংশ নেবে টুর্নামেন্টে। প্রতিটি ম্যাচ হবে পাঁচ ওভার করে। মাঠে নামবে ছয়জন করে ক্রিকেটার। ১২টি দলকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপে আছে তিনটি করে দল। টুর্নামেন্টে একই গ্রুপে পড়েছে চিরপ্রতিদ্বন্দ্বি এই দুই দেশ ভারত-পাকিস্তান। ভারত ও পাকিস্তান পড়েছে ‘সি’ গ্রুপে। এই গ্রুপে তাদের সঙ্গী কুয়েত।
আরও পড়ুন : সেমিতে শ্রীলঙ্কার কাছে হেরে বাংলাদেশের বিদায়, শিরোপাও লঙ্কানদের
বাংলাদেশ পড়েছে ‘ডি’ গ্রুপে। টাইগারদের অবশ্য কঠিন পরীক্ষাই দিতে হবে। কারণ, গ্রুপের বাকি দুই সঙ্গী হংকং ও শ্রীলঙ্কা। ‘বি’ গ্রুপে আছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত। আর ‘এ’ গ্রুপের তিন দল আফগানিস্তান, নেপাল ও দক্ষিণ আফ্রিকা।

স্পোর্টস ডেস্ক