যাদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে হামজা-শমিতরা
 
এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে আগামী ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এর আগে ১৩ নভেম্বর একটি প্রস্তুতি ম্যাচ খেলবে কোচ হাভিয়ের কাবরেরার দল। প্রথমে জানা গিয়েছিল, জাতীয় স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে খেলবে হামজা চৌধুরী-জামাল ভূঁইয়ারা। তবে আফগানিস্তান জানিয়েছে, তাঁরা বাংলাদেশে আসতে পারবে না।
এমন ঘটনার পরে শঙ্কা তৈরি হয়েছিল বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ খেলা নিয়ে। বাফুফে অবশ্য প্রতিপক্ষ খোঁজার চেষ্টা করছিল। সেটি পেয়েও গেছে তারা। ফলে কেটে গেছে শঙ্কাও। আগামী ১৩ নভেম্বরই নেপালের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
হঠাৎ করে ম্যাচ বাতিল হওয়ায় কিছুটা অস্বস্তিতেই পড়তে হয়েছিল বাফুফেকে। এই ম্যাচ বাতিলের পেছনে কারণ ছিল অবশ্য ভিন্ন। নিরাপত্তার কারণে আফগানিস্তান তাদের হোম ম্যাচগুলো বিভিন্ন দেশের স্টেডিয়াম ভাড়া করে খেলে। ১৮ নভেম্বর এশিয়ান কাপ বাছাইয়ে মিয়ানমারের বিপক্ষে আফগানদের হোম ম্যাচটি হওয়ার কথা ছিল বাংলাদেশে।
তবে এএফসি জানায় ম্যাচটি ঢাকায় হচ্ছে না। ম্যাচ আয়োজনের জন্য সব আয়োজন করে রাখা বাফুফে এই সিদ্ধান্তে হতাশ। ম্যাচ বাতিলের কারণ জানিয়ে বাফুফেকে দেওয়া চিঠিতে এএফসি জানায়, অপ্রতুল সময়ের কারণে এই ম্যাচটি স্থগিত করা হচ্ছে।
সব আয়োজন করে রাখা বাফুফে অবশ্য সেই যুক্তিতে সন্তুষ্ট হতে পারেননি। এ কারণে এএফসি ও মিয়ানমার ফুটবল ফেডারেশনের কাছে চিঠি দিয়ে ‘আনুষ্ঠানিক আপত্তি’ জানিয়েছে বাফুফে।
আপত্তির সঙ্গে সঙ্গে ‘পুনর্বিবেচনা বা বিকল্পভাবে’ মিয়ানমার-আফগানিস্তানের ১৮ নভেম্বরের ম্যাচটি ‘স্থগিত’ রেখে ২০২৬ সালের মার্চ মাসে বাংলাদেশেই আয়োজনের অনুরোধ জানিয়েছে বাফুফে।

 
                   স্পোর্টস ডেস্ক
                                                  স্পোর্টস ডেস্ক
               
 
 
 
