বিপিএলে কুমিল্লা ও নোয়াখালী দল নিতে আগ্রহী যারা
আগামী ডিসেম্বর-জানুয়ারিতে মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন আসর। আগামী পাঁচ বছরের জন্য ফ্র্যাঞ্চাইজি মালিকানা নিতে গতকাল (২৮ অক্টোবর) ছিল আবেদন জমা দেওয়ার শেষ দিন। শেষ পর্যন্ত মোট ১০টি প্রতিষ্ঠান বিপিএলে অংশ নিতে আগ্রহ দেখিয়েছে। এর মধ্যে কুমিল্লা ও নোয়াখালীর ফ্র্যাঞ্চাইজি নিয়েও আগ্রহ দেখা গেছে নতুন কিছু প্রতিষ্ঠানের।
এবারের আসরে নতুন নামে কুমিল্লা দল নিতে আবেদন করেছে এসএস গ্রুপ। ‘কুমিল্লা ফাইটার্স’ নামে আবেদন করেছে তারা। নোয়াখালীর দল পেতে আবেদন করেছে বাংলামার্ক, যারা প্রথমবারের মতো বিপিএলে ফ্র্যাঞ্চাইজি মালিকানার দৌড়ে যুক্ত হলো।
আরও পড়ুন: বিপিএলে ফিক্সিং নিয়ে ৯০০ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন বিসিবির হাতে
এই দুই অঞ্চলের পাশাপাশি সিলেট, খুলনা, রংপুর, চট্টগ্রাম, রাজশাহী ও বরিশালের ফ্র্যাঞ্চাইজি নিয়েও এসেছে বেশ কিছু আবেদন। এর মধ্যে রাজশাহীর দল নিতে আগ্রহ দেখিয়েছে দেশ ট্রাভেলস ও নাবিল গ্রুপ। দেশ ট্রাভেলস দল পেলে ফিরতে পারে পুরোনো নাম ‘রাজশাহী কিংস’।
আরও পড়ুন : বিপিএলে দল পেতে ১০ ফ্র্যাঞ্চাইজির আবেদন
সিলেটের ফ্র্যাঞ্চাইজি চেয়ে আবেদন করেছে জেএম স্পোর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্ট, খুলনার জন্য মাইন্ড ট্রি গ্রুপ, চট্টগ্রামের জন্য এসকিউ স্পোর্টস, রংপুরের জন্য বসুন্ধরা গ্রুপ, আর ঢাকার জন্য আবেদন করেছে শাকিব খানের রিমার্ক হারল্যান।
তবে বড় চমক এসেছে বরিশালকে ঘিরে। বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন গ্রুপ দল ধরে রাখতে বা নিতে আবেদন করেনি। তাদের জায়গায় নতুন প্রতিষ্ঠান আকাশবাড়ী হোলিডেইজ বরিশালের ফ্র্যাঞ্চাইজি নিতে আবেদন করেছে।
বিসিবির বিপিএল গভর্নিং কাউন্সিল জানিয়েছে, যাচাই-বাছাই শেষে নির্বাচিত প্রতিষ্ঠানগুলোকে আগামী ৫ বছরের জন্য ফ্র্যাঞ্চাইজি মালিকানা দেওয়া হবে। অর্থাৎ ২০২৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত বিপিএলের ১২ থেকে ১৬তম আসরে তারা নিজেদের দল পরিচালনা করতে পারবে।
আরও পড়ুন : বিপিএলে থাকছে না ফরচুন বরিশাল, আসছে নতুন মালিকানা
এর আগে বিসিবি সম্ভাব্য ১০টি অঞ্চলের নাম ঘোষণা করেছিল—ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, বরিশাল, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা ও নোয়াখালী। আবেদনকারীদের মধ্যে সর্বনিম্ন পাঁচটি দলকে চূড়ান্তভাবে অনুমোদন দেওয়ার পরিকল্পনা রয়েছে, তবে দলের সংখ্যা ছয়টিও হতে পারে বলে জানিয়েছে বোর্ড।

স্পোর্টস ডেস্ক