বিপিএলে দল পেতে ১০ ফ্র্যাঞ্চাইজির আবেদন
 
আগামী ডিসেম্বর-জানুয়ারিতে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। স্বল্প সময়ের মধ্যে সব আয়োজন সম্পন্ন করতে কাজ করছে বিসিবি। আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) ছিল ফ্র্যাঞ্চাইজি মালিকা চেয়ে আবেদন জমা দেওয়ার শেষদিন। শেষ পর্যন্ত প্রতিষ্ঠান আবেদন জমা দিয়েছে।
গতকাল পর্যন্ত ফ্র্যাঞ্চাইজি চেয়ে আবেনদন জমা দিয়েছিল মাত্র দুটি দল। ঢাকা ক্যাপিটালসের মালিকা পেতে আবেদন জমা দিয়েছিলেন শাকিব খানের রিমার্ক হারল্যান। আর নতুন নামে কুমিল্লার মালিকানা নিতে আবেদন করেছিল এসএস গ্রুপ।
আজ মঙ্গলবার শেষ দিনে আবেদন জমা পড়েছে আরও ৮টি। শেষ সময়ে ফ্র্যাঞ্চাইজি পেতে আবেদন জমা দিয়েছে সিলেট, খুলনা, রংপুর, চট্টগ্রাম, রাজশাহী ও নোয়াখালী। এর মধ্যে রাজশাহীর দল পেতে আবেদন করেছে দুটি প্রতিষ্ঠান। বাকি দলগুলোর জন্য আবেদন জমা দিয়েছে একটি করে প্রতিষ্ঠান।
তবে বড় চমক হলো- বরিশালের দল নিতে আবেদন করেনি ফরচুন গ্রুপ। যে আলোচনা চলছিল, শেষ পর্যন্ত সেটিই সত্য হলো। তবে ভিন্ন প্রতিষ্ঠান থেকে বরিশালের দল পেতে আবেদন করা হয়েছে।
বিপিএলে দল পেতে আবেদন করা ১০ প্রতিষ্ঠান
রাজশাহীর দল নিতে আবেদন করেছে দেশ ট্রাভেলস ও নাবিল গ্রুপ। এরমধ্যে দেশ ট্রাভেলস দল পেলে রাজশাহীর পুরনো দল রাজশাহী কিংস নামে ফিরবে। কুমিল্লা ফাইটার্স নামে আবেদন করেছে এসএস গ্রুপ।
বরিশালের মালিকানা চেয়ে আবেদন করেছে আকাশবাড়ী হলিডেজ, নোয়াখালির বাংলামার্ক আর সিলেটের জেএম স্পোর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্ট। অন্যদিকে, পুরনো মালিকানায় জমা পড়েছে চট্টগ্রাম (এসকিউ স্পোর্টস), খুলনা টাইগার্স (মাইন্ড ট্রি গ্রুপ), রংপুর রাইডার্স (বসুন্ধরা গ্রুপ) ও ঢাকা ক্যাপিটালস (রিমাক হারল্যান)।
এখন যাচাই-বাছাই শেষে কারা শেষ পর্যন্ত দল পাবে সেটি চূড়ান্ত করবে বিসিবি।
এর আগে গত ১১ অক্টোবর এক সংবাদ বিজ্ঞপ্তিতে পাঁচ বছরের জন্য ফ্র্যাঞ্চাইজি চেয়ে দরপত্র আহ্বান করেছিল বিসিবি। অর্থাৎ বিপিএলের ১২ থেকে ১৬তম আসর পর্যন্ত নির্বাচিত প্রতিষ্ঠানগুলো বিপিএলে নিজেদের দল পরিচালনা করার সুযোগ পাবে।
সম্ভাব্য ১০টি অঞ্চলের নাম প্রকাশ করেছিল বিসিবি–যেখানে বিভাগ হিসেবে ছিল–ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, বরিশাল, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ। এর সঙ্গে দুই জেলা—কুমিল্লা ও নোয়াখালী।
তখন বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছিল, আবেদনকারীদের মধ্যে সর্বনিম্ন পাঁচটি ফ্র্যাঞ্চাইজির অনুমোদন দেওয়া হবে। অর্থাৎ সর্বনিম্ন পাঁচটি দল নিয়ে অনুষ্ঠিত হবে বিপিএলের আগামী আসর। তবে দলের সংখ্যা একটি বাড়তে পারে বলেও জানানো হয়েছিল বিসিবির পক্ষ থেকে।

 
                   স্পোর্টস ডেস্ক
                                                  স্পোর্টস ডেস্ক
               
 
 
 
