বিপিএলে থাকছে না ফরচুন বরিশাল, আসছে নতুন মালিকানা
পুরোনো ফ্র্যাঞ্চাইজি ফরচুনের মালিকানায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে বরিশালকে দেখা যাওয়া নিয়ে আগেই ধোঁয়াশা ছিল। এবার সেটিই সত্য হলো। আসন্ন বিপিএলে দেখা যাবে না বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালকে। বিসিবির নির্ধারিত সময়সীমার মধ্যেও দল রাখার জন্য ইওআই (এক্সপ্রেশন অব ইন্টারেস্ট) বা মালিকানা নেওয়ার জন্য আবেদন করেনি প্রতিষ্ঠানটি। ফলে নিশ্চিত হলো—আগামী আসরে বিপিএলে থাকছে না ফরচুন বরিশাল।
বিসিবির বিপিএল গভর্নিং কাউন্সিল জানিয়েছে, গতকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল পর্যন্ত ফ্র্যাঞ্চাইজি মালিকানা নেওয়ার জন্য ১০টি প্রতিষ্ঠান আবেদন করেছে, যা ছয়টি অঞ্চলের জন্য। তবে ফরচুন গ্রুপ সেই তালিকায় নেই। বরিশালের হয়ে এবার দল গঠনের আগ্রহ দেখিয়েছে নতুন প্রতিষ্ঠান ‘আকাশবাড়ী হোলিডেইজ’। বিসিবির সিদ্ধান্ত অনুযায়ী, বরিশালের দলটির মালিকানা তাদের হাতেই যেতে পারে।
গত কিছুদিন ধরে ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান জানিয়ে আসছিলেন, বিসিবি নির্বাচনের পর তারা আর বিপিএলে অংশ নেবেন না। তামিম ইকবালের সঙ্গে বিসিবির বর্তমান সভাপতির দূরত্বও সেই সিদ্ধান্তে প্রভাব ফেলেছে বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন: বিপিএলে ফিক্সিং নিয়ে ৯০০ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন বিসিবির হাতে
এদিকে বিপিএলের জন্য বিসিবি সম্ভাব্য ১০টি অঞ্চল নির্ধারণ করেছে— ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, নোয়াখালী, রাজশাহী, রংপুর ও সিলেট। এর মধ্যে কমপক্ষে পাঁচটি দল নিয়ে পরবর্তী আসর আয়োজনের পরিকল্পনা রয়েছে।
গত আসরের দলগুলোর মধ্যে রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, খুলনা টাইগার্স এবং চিটাগং কিংস এবারও অংশ নিতে আগ্রহ দেখিয়েছে। বসুন্ধরা গ্রুপের মালিকানায় রংপুর থাকবে আগের মতোই। ঢাকা ক্যাপিটালসের ফ্র্যাঞ্চাইজি পেতে আবেদন করেছে ওয়ালটন ও রিমার্ক হার্লান, আর রাজশাহীর জন্য আবেদন করেছে দেশ ট্রাভেলস। চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজি নিয়েও আগ্রহ দেখিয়েছে এসকিউ স্পোর্টস।
আরও পড়ুন: বিপিএলে দল পেতে ১০ ফ্র্যাঞ্চাইজির আবেদন
বিপিএলে অংশ নিতে ফ্র্যাঞ্চাইজিদের প্রথম বছর দিতে হবে ২ কোটি টাকা ফি। যা ২০২৭ সাল থেকে ১৫ শতাংশ করে বাড়বে। পাঁচ বছরে সব মিলিয়ে একটি ফ্রাঞ্চাইজির মোট খরচ হবে প্রায় ১৩ কোটি ৫০ লাখ টাকা। এছাড়া প্রতি আসরের আগে ছয় মাসের জন্য ১০ কোটি টাকার ব্যাংক গ্যারান্টিও দিতে হবে।
এর আগে গত ১১ অক্টোবর এক সংবাদ বিজ্ঞপ্তিতে পাঁচ বছরের জন্য ফ্র্যাঞ্চাইজি চেয়ে দরপত্র আহ্বান করেছিল বিসিবি। অর্থাৎ বিপিএলের ১২ থেকে ১৬তম আসর পর্যন্ত নির্বাচিত প্রতিষ্ঠানগুলো বিপিএলে নিজেদের দল পরিচালনা করার সুযোগ পাবে।

স্পোর্টস ডেস্ক