বিপিএলে ফিক্সিং নিয়ে ৯০০ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন বিসিবির হাতে
 
নানা অভিযোগ ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত আসর নিয়ে। আয়োজনে অব্যবস্থাপনাসহ অভিযোগ ওঠেছিল স্পট ফিক্সিংয়েরও। এরপর ফিক্সিংয়ে তদন্তে নেমেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড ( বিসিবি)। সেজন্য একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করেছিল বিসিবি। গত আগস্টে প্রাথমিক তদন্ত প্রতিবেদন বেতন জমা দিয়েছিল কমিটি। এবার চূড়ান্ত তদন্ত প্রতিবেদন পেয়েছে বিসিবি।
আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। তদন্ত কমিটি ৯০০ পৃষ্ঠার একটি প্রতিবেদন জামা দিয়েছে বলে জানানো হয়েছে সেই সংবাদ বিজ্ঞপ্তিতে।
স্বাধীন তদন্ত কমিটির ৯০০ পৃষ্ঠার এই প্রতিবেদনে দুর্নীতি নিয়ে পর্যালোচনা উপস্থাপনের পাশাপাশি পরিচালনাগত দিক নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে তদন্ত কমিটি। সেসব বিষয় তুলে ধরা হয়েছে এই তদন্ত প্রতিবেদনে। সেই সঙ্গে বিভিন্ন বিষয়ে সুপারিশও তুলে ধরা হয়েছে প্রতিবেদনে।
প্রতিবেদনে প্রাতিষ্ঠানিক পুনর্গঠন, ফ্র্যাঞ্চাইজি প্রক্রিয়া, খেলোয়াড়দের সুরক্ষা বাড়ানো, ঝুঁকি পর্যবেক্ষণ ব্যবস্থার উন্নয়ন ও সবার জন্য যোগাযোগা কাঠামো আরও শক্তিশালী করার পরামর্শ দেয়া হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বাধীন তদন্ত কমিটির দেওয়া প্রতিবেদন নিয়ে আর কোনো মন্তব্য করবে না বিসিবি। তবে তাদের দেওয়া সুপারিশগুলো মাথায় রেখে প্রয়োজনীয় ক্ষেত্রে আরও তদন্ত করার কথা জানিয়েছে তারা। আইসিসির দুর্নীতি দমনের নিয়ম অনুযায়ী নির্দিষ্ট ওই কর্তৃপক্ষ এবং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনে আরও তদন্ত করবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ক্রিকেটকে সুরক্ষার স্বার্থে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইন্টিগ্রিটি ইউনিট (বিসিবিআইইউ) স্বাধীন ইন্টিগ্রিটি ইউনিট প্রতিষ্ঠা করেছে বিসিবি। যার নেতৃত্ব থাকবেন একজন স্বাধীন চেয়ারম্যান। এছাড়ও বিসিবির দুর্নীতিবিরোধী বিভাগে পরামর্শক হিসেবে যোগ দেওয়া অ্যালেক্স মার্শাল কমিটির দেওয়া প্রতিবেদনটি নিয়ে কাজ করবেন।
এর আগে গত সেপ্টেস্বরেই চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। তবে সেটা নির্ধারিত সময়ে দিতে পারেনি। পরে বিসিবির কাছে সময় বাড়িয়ে নেয় তারা।

 
                   স্পোর্টস ডেস্ক
                                                  স্পোর্টস ডেস্ক
               
 
 
 
