বিসিবির সভায় আসতে পারে বিপিএল নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গত অক্টোবরে। আলোচিত নির্বাচনে বোর্ডে এসেছেন একঝাঁক নতুন মুখ। তাদের নিয়ে নির্বাচনের পরের দিনই প্রথম বৈঠক হয়েছিল বিসিবির পরিচালনা পরিষদের।
আজ সোমবার (৩ নভেম্বর) বিসিবির নতুন কমিটি দ্বিতীয় বোর্ড সভায় বসেছে। বিকেলে ৩টার দিকে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে শুরু হওয়া এবারের সভায় জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) কর্তৃক মনোনীত একজনসহ সবমিলিয়ে ২৪ জন পরিচালক উপস্থিত আছেন।
আগামী ডিসেম্বর-জানুয়ারিতে অনুষ্ঠিত হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। তার আগে সবকিছু গুছিয়ে নিতে চায় বোর্ড। তাই আজকের বোর্ড সভার আলোচনার বড় অংশ জুড়েই বিপিএল থাকবে বলে জানা গেছে।
বিপিএলের আগামী আসর কবে, কীভাবে শুরু হবে। কাদের দেওয়া হবে ফ্র্যাঞ্চাইজি এসবের সঙ্গে আলোচনায় থাকবে গত বিপিএলের অনিয়ম নিয়ে স্বাধীন তদন্ত কমিটির দেওয়া ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনও। এই মিটিংয়েই নিশ্চিত হতে পারে জড়িতদের শাস্তি।
বিপিএলে ফ্র্যাঞ্চাইজি নিতে মোট ১১টি প্রতিষ্ঠান আবেদন করেছিল। প্রাথমিক যাচাই-বাছাই শেষে গতকাল রোববার ৮টি প্রতিষ্ঠানকে বাকি তিনটি প্রতিষ্ঠানকে বাদ দেওয়া হয়েছে। সেসময় বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু জানিয়েছিলেন, ৪ তারিখ চূড়ান্ত তালিকা প্রকাশ হবে। ধারণা করা হচ্ছে, আজকের বোর্ড মিটিংয়েই সেটি চূড়ান্ত হয়ে যাবে।
এর আগে নতুন কমিটির প্রথম মিটিংয়ে সেভাবে আলোচনা হয়নি। সেই মিটিংয়ে মূলত বিসিবির পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছিল।

স্পোর্টস ডেস্ক