চমক রেখে আয়ারল্যান্ড সিরিজের টেস্ট দল ঘোষণা বাংলাদেশের
চলতি মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে অংশ নেবে বাংলাদেশ। সিরিজকে সামনে রেখে আজ মঙ্গলবার (৪ নভেম্বর) ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নেতৃত্বের ভার নাজমুল হোসেন শান্তর কাঁধে।
গত জুনে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজের দল থেকে বাদ পড়েছেন এনামুল হক বিজয়, নাইম হাসান ও মাহিদুল ইসলাম অঙ্কন। দলে ফিরেছেন ওপেনার মাহমুদুল হাসান জয়। গত এপ্রিলে সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের হয়ে সর্বশেষ টেস্টে খেলেছিলেন তিনি।
১১ নভেম্বর থেকে সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু করবে বাংলাদেশ। ১৯ নভেম্বর থেকে মিরপুরে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে দুদল।
মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে শেষ টেস্টটি হতে চলেছে মুশফিকুর রহিমের শততম টেস্ট ম্যাচ। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এই মাইলফলক স্পর্শ করবেন তিনি। তার শততম টেস্ট ঘিরে নানা আয়োজনের পরিকল্পনা বিসিবির।
মুশফিকের শততম টেস্ট প্রসঙ্গে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘একশো টেস্ট ম্যাচ খেলা বিরাট অর্জন, আমাদের দেশে এটাই প্রথম হবে এবং এটা সেলিব্রেট করা উচিত। শুধু ক্রিকেট বোর্ড সেলিব্রেট করবে তা নয়, আমি মনে করি যারা ক্রিকেট অনুসরণ করেন তারাও সবাই সেলিব্রেট করবেন। বিসিবি এটা সেলিব্রেট করবে কি না, আমি এই প্রশ্নের মুখোমুখি হয়েছি অনেকবার। তার মানে সবাই এই ব্যাপারটা জানে।’
বাংলাদেশ টেস্ট স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, জাকের আলী অনিক, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, এবাদত হোসেন ও হাসান মুরাদ।

স্পোর্টস ডেস্ক