পাকিস্তান সফরের দল ঘোষণা শ্রীলঙ্কার, রয়েছে নতুন মুখ
সর্বশেষ এশিয়া কাপের সুপারে ফোরে ব্যর্থ হয়ে ফিরেছিল শ্রীলঙ্কা। সেখান থেকে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে পাকিস্তান সফরে যাচ্ছে তারা। আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ও পাকিস্তান–জিম্বাবুয়েকে নিয়ে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় টি–টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। দলে এসেছে বেশ কিছু পরিবর্তন।
টি–টোয়েন্টি দলে ফিরেছেন ভানুকা রাজাপাকসে। চলতি বছরের শুরুতে সর্বশেষ টি–টোয়েন্টি খেলেছিলেন তিনি। এর আগে পরপর দুটি দ্বিপাক্ষিক সিরিজ ও এশিয়া কাপে ছিলেন না রাজাপাকসে। সাম্প্রতিক এসএলসি টি–টোয়েন্টি টুর্নামেন্টে চার ইনিংসে ১৬৩ স্ট্রাইক রেটে দুর্দান্ত ব্যাটিং করায় তার এই প্রত্যাবর্তন সম্ভব হয়েছে।
ত্রিদেশীয় টি–টোয়েন্টি সিরিজে দলের সহঅধিনায়কের দায়িত্ব পাচ্ছেন দাসুন শানাকা। ওয়ানডে দলে নতুন মুখ হিসেবে আছেন ২৩ বছর বয়সী মিডল–অর্ডার ব্যাটার পাবন রাথনায়েকে। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই তার দলে জায়গা হয়েছে।
তবে হাঁটুর চোট না কাটায় দিলশান মাদুশাঙ্কা ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন। তার পরিবর্তে এসেছেন ইশান মালিঙ্গা। অন্যদিকে, মাথিশা পাথিরানা শ্বাসনালির সংক্রমণে ভুগছেন, তাই টি–টোয়েন্টি দলে জায়গা পাননি। তার জায়গায় দলে জায়গা পেয়েছেন আসিথা ফার্নান্দো।
একইসঙ্গে, বাঁহাতি স্পিনার দুনিথ ওয়েলালাগে এবার কোনো দলে নেই। তবে তিনি শ্রীলঙ্কা ‘এ’ দলের অধিনায়ক হিসেবে এই মাসের শেষের দিকে দোহায় অনুষ্ঠিতব্য রাইজিং স্টারস টি–টোয়েন্টি এশিয়া কাপে নেতৃত্ব দেবেন।
শ্রীলঙ্কার পাকিস্তান সফরের সূচি অনুযায়ী, তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডিতে—১১, ১৩ ও ১৫ নভেম্বর। এরপর ১৭ নভেম্বর পাকিস্তান, জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কাকে নিয়ে শুরু হবে ত্রিদেশীয় টি–টোয়েন্টি সিরিজ, যার ম্যাচগুলো হবে রাওয়ালপিন্ডি ও লাহোরে। ফাইনাল মাঠে গড়াবে ২৯ নভেম্বর।
শ্রীলঙ্কা দল:
ওয়ানডে সিরিজ:
চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, লাহিরু উদারা, কামিল মিশারা, কুশল মেন্ডিস, সাদিরা সমরাবিক্রমা, কামিন্দু মেন্ডিস, জানিথ লিয়নাগে, পবন রাত্নায়েকে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহেশ থিকশানা, জেফরি ভ্যান্ডারসি, দুশমন্ত চামিরা, আসিথা ফার্নান্দো, প্রমোদ মাদুশান, ঈশান মালিঙ্গা।
টি–টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজ:
চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, কামিল মিশারা, দাসুন শানাকা (সহঅধিনায়ক), কামিন্দু মেন্ডিস, ভানুকা রাজাপাকসে, জানিথ লিয়নাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহেশ থিকশানা, দুশান হেমন্থ, দুশমন্ত চামিরা, নুয়ান থুশারা, আসিথা ফার্নান্দো, ঈশান মালিঙ্গা।

স্পোর্টস ডেস্ক