৮ বছর কোমায় থেকে বিদায় নিলেন শ্রীলঙ্কান ক্রিকেটার
শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন বিশ্বকাপে। দেশটির উঠতি তারকাদের মধ্যে একজন ছিলেন। কিন্তু হঠাৎই এক ট্রেন দুর্ঘটনায় সবকিছু এলোমেলো হয়ে যায়। ক্রিকেটের ব্যাট-বল ছেড়ে প্রায় ৮ বছর থাকতে হয় কোমায়। কোমা থেকে আর ফেরা হলো লঙ্কান ক্রিকেটার আকশু ফার্নান্দোর। ৩৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি।
ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ইসএনপিএনক্রিকইনফো জানিয়েছে, ২০১৮ সালের ২৮ ডিসেম্বর দক্ষিণ কলম্বোর মাউন্ট লাভিনিয়া এলাকায় রেলপথ পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন ফার্নান্দো। শরীরের বেশ কয়েকটি হাড় ভাঙে, মাথায় ভয়ানক চোট লাগে। যার জেরে কোমায় চলে যান ফার্নান্দো। তারপর থেকে আট বছর লাইফ সাপোর্টে ছিলেন।
১৯৯১ সালে জন্ম ফার্নান্দোর। ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি স্পিন বোলিংও করতেন। ২০১০ সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে শ্রীলঙ্কার হয়ে খেলেছিলেন। দেশটির হয়ে অনূর্ধ্ব-২৩ পর্যায়েও খেলেছেন তিনি।
সিনিয়র পর্যায়ে সাতটি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেছেন আকশু। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৯ ম্যাচে নামের পাশে ১ হাজার ৬৭ রান আছে লঙ্কান এই ক্রিকেটারের। লিস্ট এ ক্রিকেটে ২৫ ম্যাচে করেন ২৯৮ রান। ১৯টি টি-টোয়েন্টিও খেলেছেন ফার্নান্দো।

স্পোর্টস ডেস্ক