পৃথিবীতে কোনো ধরনের হয়রানির স্থান নেই : মুশফিক
দেশের ক্রিকেট পাড়ার ‘টক অব দ্য টেবিলে’ পরিণত হয়েছে নারী দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের সাক্ষাৎকার। গতকাল একটি ইউটিউব চ্যানেলে দেওয়া সেই সাক্ষাৎকারে জাতীয় দলে থাকাকালীন তাকে যৌন নির্যাতনের অভিযোগ করেছেন জাহানারা।
এ ঘটনায় ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। নিরপেক্ষ তদন্ত কমিটি চেয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন পুরুষ দলের সাবেক দুই অধিনায়ক তামিম ইকবাল ও মাশরাফী বিন মর্তুজা।
তবে বর্তমানে ক্রিকেট খেলা কোনো ক্রিকেটার এ বিষয়ে কোনো কথা বলেননি। সেই ধারা ভেঙে এবার কথা বলেছেন জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। আজ শুক্রবার (৭ নভেম্বর) নিজের ফেসবুক পেজে একটি স্ট্যটাস দিয়েছেন মুশফিক। সেখানে তিনি বলেছেন, এই পৃথিবীতে কোনো ধরনের হয়রানির স্থান নেই।
সেই স্ট্যাটাসে মুশফিক লিখেছেন, ‘সম্প্রতি আমাদের ক্রিকেট সম্প্রদায়ে ছড়িয়ে পড়া কিছু ভয়াবহ খবরের কথা জানতে পেরেছি। আমি যদিও ঘটনার দুই দিক বা পুরো সত্যটা জানি না, তবুও আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই পৃথিবীতে কোনো ধরনের হয়রানির স্থান নেই, আপনি যেই হোন না কেন, আপনার লিঙ্গ বা অবস্থান যাই হোক না কেন।’
মুশফিক আরও লিখেছেন, ‘যদি অভিযোগগুলো প্রমাণিত হয়, তাহলে দোষীদের অবশ্যই যথাযথ শাস্তি ও জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। যারা এই কঠিন অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন, তাদের প্রতি আমার পূর্ণ সমর্থন ও সংহতি রইল। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথ দেখান এবং ক্ষতিগ্রস্তদের শক্তি ও ধৈর্য দান করুন।’

স্পোর্টস ডেস্ক