তদন্ত প্রতিবেদন প্রকাশের পর সবার সঙ্গে কথা বলব : মঞ্জুরুল
বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন জাতীয় দলের পেসার জাহানারা আলম। তার অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘটনাটির তদন্ত করার সিদ্ধান্ত নেয়। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন মঞ্জুরুল। তিনি জানিয়েছেন, তদন্ত কমিটির মুখোমুখি হতে চান এবং একই সঙ্গে নিজের কথাও বলতে চান তিনি।
বর্তমানে চীনের নারী ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে কাজ করা মঞ্জুরুল ইসলাম অভিযোগগুলোকে ভিত্তিহীন দাবি করেছেন। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘বৃহস্পতিবার একটি ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে জাতীয় নারী দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম আমার বিরুদ্ধে কিছু গুরুতর অভিযোগ তুলেছেন। এরপর থেকে দেশ-বিদেশের সাংবাদিক ভাই-বোনেরা থেকে শুরু করে শুভাকাঙ্ক্ষী সবাই আমার বক্তব্য জানার চেষ্টা করছেন, যোগাযোগ করছেন। এই বিষয়ে আমার নীরবতা নিয়েও প্রশ্ন উঠছে।’
আরও পড়ুন : জাহানারার ঘটনায় বিসিবির অধীনে তদন্ত চান না তামিম
আরও পড়ুন : পৃথিবীতে কোনো ধরনের হয়রানির স্থান নেই : মুশফিক
বিসিবির তদন্ত কমিটি গঠনকে ভালো উদ্যোগ হিসেবে দেখছেন তিনি। এবং রাষ্ট্রীয়ভাবে কোন তদন্ত কমিটি গঠন হলে সেখানেও তিনি নিজের কথা তুলে ধরতে চান। মঞ্জুরুল বলেন, ‘অভিযোগের পর বিসিবি জানিয়েছে, একটি তদন্ত কমিটি গঠন করা হবে। ১৫ কার্যদিবসের মধ্যে সেই কমিটি তদন্ত প্রতিবেদন জমা দেবে। নিঃসন্দেহে ভালো উদ্যোগ। বিসিবি ছাড়াও রাষ্ট্রীয়ভাবে যদি কোনো তদন্ত কমিটি গঠন হয়, আমি সেগুলো ফেস করব এবং আমার বক্তব্য তুলে ধরব।’
মঞ্জুরুল আরও যোগ করেন, ‘এর আগে আমি এ বিষয়ে কথা বলা থেকে বিরত থাকছি। তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশের পর প্রকৃত সত্য সবার সামনে আসবে আশা করছি। সেসময় পর্যন্ত অনুমানবশত কোনো তথ্য প্রকাশ না করার জন্য সবার কাছে বিনীত অনুরোধ করছি। তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশের পর আমি সবার সঙ্গে কথা বলব।’
বৃহস্পতিবার একটি ইউটিউব চ্যানেলে একজন ক্রীড়া সাংবাদিককে দেওয়া এক সাক্ষাৎকারে জাহানার জানিয়েছিলেন, মঞ্জুরুল ও নারী বিভাগের সাবেক ইনচার্জ প্রয়াত তৌহিদ মাহমুদ তাকে যৌন হয়রানি করেছিলেন। শুধু এই দুইজনই নন, জাতীয় দলের কিছু সাবেক ও বর্তমান কোচিং স্টাফ, কর্মকর্তা ও কয়েকজন খেলোয়াড়ও তার ক্যারিয়ার নষ্ট করার সঙ্গে জড়িত ছিলেন।
আরও পড়ুন : জাহানারার ঘটনায় সরকার থেকে সহায়তার আশ্বাস ক্রীড়া উপদেষ্টার
আরও পড়ুন : যৌন হয়রানির অভিযোগ জাহানারার, তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত বিসিবির
এসব বিষয়ে কথা বলার সময় কান্নায় ভেঙে পড়েন তিনি। বিষয়গুলো নিয়ে একাধিকবার বিসিবি ও নারী উইংয়ের উচ্চ পর্যায়ে জানিয়েও কোনো কার্যকর পদক্ষেপ পাননি বলে জানিয়েছেন তিনি ।
সাক্ষাৎকারে মঞ্জুরুলকে নিয়ে জাহানারা বলেন, ‘উনি একদিন আমার কাছে আসলেন, আমার কাঁধে হাত রেখে বলছিলেন, তোর পিরিয়ডের কতদিন চলছে। পিরিয়ড শেষ হলে বলিস, আমার দিকটাও তো দেখতে হবে। পিরিয়ড শেষ হলে, যখন ডাকবো চলে আসিস।’
জাহানারা আরও অভিযোগ করেন, ‘বিশ্বকাপের কিছু ম্যাচে যখন আমরা লাইনে হ্যান্ডশেক করি, তখন তিনি হ্যান্ডশেক না করে জড়িয়ে ধরতেন।’
আরও পড়ুন : জুনিয়রদের মারধর করেন জ্যোতি, অভিযোগ জাহানারার
আরও পড়ুন : জাহানারাকে পাল্টা জবাব দিলেন জ্যোতি
সাক্ষাৎকারটি প্রকাশের পর দেশজুড়ে আলোচনার ঝড় ওঠে। বিষয়টিকে ‘স্পর্শকাতর’ বলে উল্লেখ করে বৃহস্পতিবার মধ্যরাতে এক বিবৃতিতে বিসিবি জানায়, অভিযোগগুলোর বিস্তারিত অনুসন্ধানের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হবে, যা ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেবে।
বিসিবি জানিয়েছে, নারী ক্রিকেটারসহ সংশ্লিষ্ট সবার জন্য নিরাপদ, সম্মানজনক ও পেশাদার পরিবেশ নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। অভিযোগ প্রমাণিত হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।
২০১১ সালে জাতীয় দলে অভিষেক হওয়া জাহানারা সর্বশেষ ২০২৪ সালের ডিসেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন। বাংলাদেশের হয়ে ৫২ ওয়ানডে ও ৮৩ টি–টোয়েন্টি খেলেছেন। বর্তমানে তিনি অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন এবং সেখান থেকেই তার এই অভিযোগগুলো প্রকাশ করেন।

স্পোর্টস ডেস্ক