বিপিএলের ৫ দল চূড়ান্ত, কারা কোন দল পেল
আগামী ডিসেম্বরে শুরু হওয়ার কথা রয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর। টুর্নামেন্টে অংশ নেবে পাঁচটি দল। গতকাল মঙ্গলবার (৪ নভেম্বর) আসরের জন্য পাঁচটি ফ্র্যাঞ্চাইজি দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গুলশানের নাভানা টাওয়ারে অনুষ্ঠিত এক সভায় বিপিএল গভর্নিং কাউন্সিল সভায় ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিকানা চূড়ান্ত করে বিসিবি।
বিপিএলের এবারের আসরে দল পেতে আবেদন করেছিল ১১ টি প্রতিষ্ঠান। সেখান থেকে পাঁচটি ফ্র্যাঞ্চাইজির মালিকানার চূড়ান্ত অনুমোদন দিয়েছে বিসিবি। ফ্রাঞ্চাইজির মালিকানা দেওয়া হচ্ছে আগামী পাঁচ বছরের জন্য।
রংপুর রাইডার্সের দলের মালিকানা পেয়েছে বসুন্ধরা গ্রুপের অধীনে টগি স্পোর্টস। চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজি পেয়েছে ট্রায়াঙ্গাল সার্ভিস, রাজশাহী ফ্র্যাঞ্চাইজির মালিকানা পেয়েছে নাবিল গ্রুপ, সিলেট ফ্র্যাঞ্চাইজি পেয়েছে ক্রিকেট উইথ সামি এবং ঢাকা ফ্র্যাঞ্চাইজি পেয়েছে চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক-হারল্যান)।
সভার পর বিসিবির সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু বলেন, ‘চুলচেরা বিশ্লেষণ করে অর্থনৈতিক স্বচ্ছতা এবং অন্যান্য বিষয় দেখে এই পাঁচটা দল আমরা চূড়ান্ত করতে পেরেছি।’
যারা দল পেয়েছে তাদের সঙ্গে আলোচনা করেই ফ্র্যাঞ্চাইজিগুলোর নাম চূড়ান্ত করা হবে বলে জানিয়েছে বিসিবি। এছাড়া আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে তাদের ১০ কোটি টাকা ব্যাংক গ্যারান্টি দিতে হবে, অন্যথায় তারা বিপিএল ড্রাফটে অংশ নিতে পারবে না।
বিপিএলের আগামী আসরটি ডিসেম্বরের মাঝামাঝি সময়ে শুরু হওয়ার কথা রয়েছে। এর আগে, ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট, যেখানে দলগুলো নিজেদের পছন্দের খেলোয়াড়দের নির্বাচন করবেন। বিপিএল শুরুর সম্ভাব্য তারিখ ১৯ ডিসেম্বর। আর শেষ হতে পারে ১৬ জানুয়ারি।

স্পোর্টস ডেস্ক