কোর্তোয়ার দেয়াল ভেঙে রিয়ালকে হারাল লিভারপুল
অ্যানফিল্ডে গতকাল মঙ্গলবার (৪ নভেম্বর) রাতটা ছিল উত্তেজনায় ভরা। একপাশে ছিল থিবো কোর্তোয়ার দুর্দান্ত সেভের অপ্রতিরোধ্য দেয়াল, অন্যপাশে লিভারপুলের আক্রমণের পর আক্রমণ। দারুণ এক লড়াইয়ে কোর্তোয়ার চেষ্টার পরেও রিয়াল মাদ্রিদ রুখে দাঁড়াতে পারেনি। ম্যাচের ৬১ মিনিটে আলেক্সিস ম্যাক-অ্যালিস্টার হেডে গোল করে লিভারপুলকে এনে দেন ১-০ ব্যবধানের জয়।
প্রথমার্ধে কোর্তোয়া একের পর এক শট প্রতিহত করে রিয়ালকে রক্ষা করে মনে করিয়ে দিচ্ছিলেন তিন বছর আগে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের কথা। কিন্তু এবারের যাত্রায় শেষ পর্যন্ত তিনি পরাস্ত হয়েছেন। সোবোসলাইয়ের ফ্রি-কিক থেকে গতিময় হেডে গোল করে লিভারপুলকে জয় এন দিলেন আর্জেন্টাইন মিডফিল্ডার ম্যাক অ্যালিস্টার।
লিভারপুলের আক্রমণভাগ এদিন শুরু থেকেই রিয়ালকে চাপে ফেলে, কিন্তু পোস্টে কোর্তোয়া ছিলেন দুর্ভেদ্য। প্রথমার্ধেই চারটি অসাধারণ সেভ করেছেন তিনি, বিশেষ করে ম্যাচের ২৭তম মিনিটে প্রতি-আক্রমণ থেকে বল পেয়ে ওয়ান-অন-ওয়ানে সোবোসলাইয়ের জোরালো শটগুলো ঠেকিয়ে রিয়ালকে রক্ষা করেছেন কোর্তোয়া।
ঘরের মাঠে দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে লিভারপুল। গোল পেতে তারা মরিয়া হয়ে ওঠে। কোর্তোয়া অবশ্য আরও দুটি দারুণ সেভ করেন, একটি ওয়ান-অন-ওয়ান পরিস্থিতিতে এবং অন্যটি সোবোসলাইয়ের শক্তিশালী শট থেকে।
তবে ৬১ মিনিটে কোর্তোয়ার দেয়াল ভেঙে যায়, সোবোসলাইয়ের নিখুঁত ফ্রি কিক থেকে আলেক্সিস ম্যাক-অ্যালিস্টারের হেড লিভারপুলকে ১-০ ব্যবধানে এগিয়ে নিয়ে যায়। এই গোলটিই ছিল পুরো ম্যাচের একমাত্র গোল।
ম্যাচের বাকি সময়ে রিয়াল মাদ্রিদ মরিয়া হয়ে গোল করার চেষ্টা করলেও তাদের আক্রমণ তেমন কোনো বিপদ সৃষ্টি করতে পারেনি। লিভারপুলের রক্ষণও ছিল দৃঢ়। ৭৫ মিনিটে কিলিয়ান এমবাপ্পে দারুণ একটি সুযোগ পেয়েছিলেন, তবে তার শট অনেকটা বাঁক খেয়ে বাইরে চলে যায়।
এরপর ৮১ মিনিটে রিয়াল কোচ জাবি আলোনসো আর্দা গুলারকে উঠিয়ে ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ডকে নামান, কিন্তু তার পরিবর্তনও কোনো ফলাফল বয়ে আনেনি। উল্টো অ্যানফিল্ডের গ্যালারি থেকে তাকে দুয়োধ্বনি শুনতে হয়েছে।
অন্যদিকে, লিভারপুল গোল করার আরও কিছু সুযোগ তৈরি করলেও কোর্তোয়া ছিলেন অপ্রতিরোধ্য। ৮৭ মিনিটে কোডি গাকপোর শট ঠেকিয়ে রিয়ালকে গোলের ব্যবধান বাড়তে দেননি তিনি। শেষ পর্যন্ত লিভারপুল ১-০ ব্যবধানে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে।
পুরো ম্যাচে ৬১ শতাংশ বল দখলে ছিল রিয়ালের। এর মধ্যে আটটি শট নিয়ে তারা পোস্টে রাখতে পেরেছে মাত্র দুটি। অন্যদিকে লিভারপুল ১৭টি শট নিয়ে লক্ষ্যে রাখতে পেরেছে নয়টি।
গত মৌসুমে অ্যানফিল্ডে ২-০ ব্যবধানে রিয়ালকে হারানোর পর এবার আবারও রিয়ালকে পরাজিত করল লিভারপুল। এই জয়ে চ্যাম্পিয়নস লিগের টেবিলে লিভারপুল ৯ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছে, আর রিয়াল মাদ্রিদও সমান ৯ পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে এগিয়ে থেকে পাঁচ নম্বরে রয়েছে।

স্পোর্টস ডেস্ক