এমবাপ্পের নৈপুণ্যে শেষ ষোলোর টিকিট নিশ্চিত রিয়াল মাদ্রিদের
শক্তি-সামর্থ্য, পরিসংখ্যান কিংবা দুই দলের ইতিহাস-- সবকিছুতেই যোজন যোজন এগিয়ে রিয়াল মাদ্রিদ। মাঠের খেলায়ও সেটা গেল। তবে, দুই গোলে পিছিয়ে পড়েও দারুণ লড়াইয়ে রিয়ালের মনে ভয় ধরিয়ে দিয়েছিল স্পেনের তৃতীয় স্তরের ক্লাব তালাভেরা। অবশ্য সব শঙ্কা মাড়িয়ে জয় নিয়ে মাঠ ছেড়েছে জাবি আলোনসোর দল। নিশ্চিত করেছে কোপা দেল রের শেষ ষোলোয় খেলা।
তালাভেরার বিপক্ষে তাদের মাঠে মঙ্গলবার দিনগত রাতে ৩-২ গোলের জয় নিয়ে ফিরেছে রিয়াল মাদ্রিদ। ম্যাচে জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। বাকি গোলটি উপহার দিয়েছে তালাভেরা অর্থাৎ আত্মঘাতি গোল।
তৃতীয় স্তরের ক্লাব জন্যই আলোনসোও ঝুঁকি নিয়েছিলেন মূল একাদশের কয়েকজন খেলোয়াড়কে বিশ্রাম দেওয়ার। প্রথম পছন্দের একাদশের ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, জুড বেলিংহ্যাম ও অঁহেলিয়া চুয়ামেনিদের বেঞ্চে বসিয়ে একাদশ সাজান কোচ। গোল পোস্টেও দায়িত্ব দেন আন্দ্রি লুনিনকে।
দুই দলের পার্থক্য স্পষ্ট হয়েছে মাঠের খেলাও। দুই-তৃতীয়াংশের বেশি সময় বল নিজেদের দখলে রাখে লস ব্লাঙ্কোরা। প্রথমার্ধেই এগিয়ে যায় এমবাপ্পের গোলে।
ম্যাচের ৪১তম মিনিটে ডি-বক্সে তালাভেরার ফরোয়ার্ড মার্কোস মরেনোর হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট কিকে দলকে এগিয়ে নেন এমবাপ্পে। চার মিনিট পর দ্বিতীয় গোলও পেয়ে যায় রিয়াল। এমবাপ্পের শট ঠেকাতে গিয়ে আত্মঘাতী গোল করেন স্প্যানিশ ডিফেন্ডার ফরান্দো।
তবে ম্যাচের ৮০ মিনিটে ব্যবধান কমিয়ে লড়াই জমিয়ে তোলে তালাভেরা। ডি-বক্সে বাঁ দিক থেকে জোরাল কোনাকুনি শটে গোলটি করেন স্প্যানিশ ফরোয়ার্ড নাহুয়েল।
সেই জমাট লড়াইয়ের উত্তেজনাকে ফিকে করে দেন এমবাপ্পে নিজের দ্বিতীয় গোল করে। ম্যাচের ৮৮ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে জোরাল শটে তালাভেরার জাল কাঁপান এই ফরাসি ফরোয়ার্ড। সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে এমবাপ্পের ২৩ ম্যাচে গোল হলো ২৮টি।
ম্যাচের যোগ করা সময়ের প্রথম মিনিটে ব্যবধান আবার কমিয়ে নতুন নাটকীয়তার আভাস দেন গনসালো। কিন্তু ততক্ষণে বড্ড দেরি হয়ে গিয়েছে। শেষ পর্যন্ত ৩-২ গোলের জয় নিয়ে ঘরে ফেরে রিয়াল।

স্পোর্টস ডেস্ক