সালাউদ্দিনের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে যা বললেন আশরাফুল
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সিনিয়র সহকারি কোচ মোহাম্মদ সালাউদ্দিনের যেখান থেকে শেষ হচ্ছে, সেখান থেকেই আবার কোচিং ক্যারিয়ার শুরু করছেন মোহাম্মদ আশরাফুল। দুজন একসঙ্গে দায়িত্ব পালন করবেন আয়ারল্যান্ড সিরিজে। ঘরের মাঠে এই সিরিজ শেষে দায়িত্ব ছাড়ছেন সালাউদ্দিন।
হঠাৎ করে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন সালাউদ্দিন। তার স্থলাভিষিক্ত হচ্ছেন আশরাফুল, দুজনের সম্পর্ক কেমন, তা নিয়ে কানাঘুঁষা ছিল। আশরাফুল উড়িয়ে দিলেন সেসব।
ক্রিকেট বিষয়ক একটি অনলাইন সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে আশরাফুল বলেন, ‘আল্লাহর রহমতে কোন মানুষের সাথেই আমার খারাপ সম্পর্ক নাই। তো সালাউদ্দিন ভাই যখন শুরুতে কোচ ছিলেন তখন আমি বাংলাদেশ দলের খেলোয়াড় ছিলাম এবং আমি অধিনায়কও ছিলাম। এখন আবার সালাউদ্দিন ভাইয়ের সাথে। উনার লম্বা একটা কোচিং ক্যারিয়ার, আর আমার মাত্র শুরু। কিন্তু আমার মনে হয় না যে আমার কারও সাথেই, কোচিং স্টাফের সাথে দুরত্ব থাকবে।’
তারা দুজন একসঙ্গে মাত্র একটি সিরিজেই কাজ করতে পারবেন হয়ত। কারণ সালাউদ্দিন পদত্যাগপত্র জমা দিয়েছেন বিসিবিতে। তবে দেশের একটি শীর্ষস্থানীয় পত্রিকার সঙ্গে কথা বলার সময় সালাউদ্দিন জানিয়েছেন, পদত্যাগপত্র জমা দিলেও নোটিশ পিরিয়ড পর্যন্ত কাজ করবেন তিনি। আয়ারল্যান্ড সিরিজ পর্যন্ত আছেন তিনি। মাঠই তার কাছে সব আর কোচিং করানোটাও তার উপভোগের জায়গা। কিন্তু দায়িত্বটা এখন আর উপভোগ করছেন না বলেই সরে যেতে চাইছেন।
এছাড়ার পত্রিকাটিকে তিনি আরও জানান, আশরাফুলের কোচিং স্টাফে অন্তর্ভুক্তিটাকেও তিনি স্বাভাবিকভাবেই নিয়েছেন। এমনকি প্রধান কোচ ফিল সিমন্সের সঙ্গে কাজ করতেও তার কোন সমস্যা নেই।
আরও পড়ুন: জাতীয় দলের কোচের দায়িত্ব ছাড়ছেন সালাউদ্দিন
সর্বশেষ ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে বাংলাদেশের ব্যাটারদের দেখা গেছে অধারাবাহিক। এই সিরিজে ব্যাটিং ইউনিটের দায়িত্বটা ছিল সালাউদ্দিনের ওপর। যেকারণে তাকেও সমালোচিত হতে হয়েছে।
ডেভিড হেম্পের সাথে সম্পর্ক ছিন্ন করার পর সালাহউদ্দিনকে জাতীয় দলের ব্যাটিং ইউনিটের দায়িত্ব দেওয়া হয়। গত বছরের ৫ নভেম্বর জাতীয় দলের সিনিয়র সহকারি কোচের দায়িত্ব নেন তিনি। সালাউদ্দিনের সঙ্গে বিসিবির চুক্তি ছিল ২০২৭ সাল পর্যন্ত, তবে চুক্তির মাত্র এক বছরের পূর্ণ হওয়ার পরই দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন।
আরও পড়ুন: জাতীয় দলের কোচিং প্যানেলে যুক্ত হলেন আশরাফুল
এরই মধ্যে আগামী আয়ারল্যান্ড সিরিজ থেকে মোহাম্মদ আশরাফুলকে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। গত সোমবার বিসিবির সভা শেষে বিসিবি পরিচালক আব্দুর রাজ্জাক সালাউদ্দিনের প্রসঙ্গে জানিয়েছিলেন, সিনিয়র সহকারি কোচের পদ থেকে সালাউদ্দিনকে সরানো হয়নি। কোচিং প্যানেলে শুধু আশরাফুলকে যুক্ত করা হয়েছে।

স্পোর্টস ডেস্ক