বিপিএল শুরুর আগেই দুঃসংবাদ শুনতে হলো নোয়াখালী এক্সপ্রেসকে
শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর। আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পর্দা উঠবে জমজমাট এই লড়াইয়ের। উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে নবাগত দল নোয়াখালী এক্সপ্রেস। প্রথমবার বিপিএলে এসে বেশ শক্তিশালী দলই গড়েছে নোয়াখালী। তবে মাঠে নামার আগে দুঃসংবাদ পেতে হচ্ছে দলটির সমর্থকদের।
শেষ মুহূর্তে দল পেয়ে সরাসরি চুক্তিতে সৌম্য সরকার আর হাসান মাহমুদকে দলে ভিড়িয়েছিল নোয়াখালী এক্সপ্রেস। টপঅর্ডারে গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকবে জাতীয় দলের এই ওপেনারের ওপর। কিন্তু শুরুর ম্যাচ তো বটেই পুরো সিলেট পর্বেই সৌম্য সরকার খেলতে পারেবন কি-না, সেটি নিয়েই আছে শঙ্কায়।
পারিবারিক কারণে বর্তমানে দেশের বাইরে রয়েছেন সৌম্য। ফলে বিপিএলের প্রথম ম্যাচে আজ খেলা হচ্ছে না তার। সিলেট পর্বে খেললেও শেষদিকে দেখা যেতে পারে তাকে। তবে চট্টগ্রাম পর্ব হতে দলের সঙ্গে থাকবেন সৌম্য। সৌম্য না থাকায় নিশ্চিতভাবেই নোয়াখালীকে কিছুটা অস্বস্তিতে পড়তে হবে।
নোয়াখালী এক্সপ্রেসের স্কোয়াড
দেশি ক্রিকেটার : সৌম্য সরকার, হাসান মাহমুদ, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, হাবিবুর রহমান সোহান, নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ আবু হাসিম, মুশফিক হাসান, শাহাদাত হোসেন দিপু, রেজাউর রহমান রাজা, মেহেদী হাসান রানা, সৈকত আলী, সাব্বির হোসেন ও রহমতুল্লাহ আলী।
বিদেশি ক্রিকেটার : জনসন চার্লস (ওয়েস্ট ইন্ডিজ), ইহসানুল্লাহ খান (পাকিস্তান), হায়দার আলী (পাকিস্তান), মোহাম্মদ নবী (আফগানিস্তান), মাজ সাদাকাত (পাকিস্তান), জাহির খান (আফগানিস্তান), ইবরার আহমেদ (আরব আমিরাত), বিলাল সামি (আফগানিস্তান), সেদিকুল্লাহ অটল (আফগানিস্তান)।

স্পোর্টস ডেস্ক