ছন্দে থাকা রবিনকে ছাড়াই এশিয়া কাপের দল ঘোষণা
রাইজিং স্টারস এশিয়া কাপ খেলতে কাতার যাবে বাংলাদেশ দল। এশিয়া কাপকে সামনে রেখে মঙ্গলবার (৪ নভেম্বর) ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশকে নেতৃত্ব দেবেন যুব বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী।
এশিয়া কাপের দলে আছেন অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলা ওপেনার জাওয়াদ আবরার। এ ছাড়া রয়েছেন অনূর্ধ্ব-১৯ দলের আরেক লেগ স্পিনার স্বাধীন ইসলাম। যুবা দলে খেলা অবস্থায় আবরার-স্বাধীনের 'এ' দলে ডাক পাওয়া বেশ চমকপ্রদই।
অনূর্ধ্ব-১৯ দলের একাধিক ক্রিকেটার এ দলে থাকলেও ঘরোয়াতে পারফর্ম করা মাহফিজুল হক রবিনের জায়গা হয়নি এই দলে। দারুণ ছন্দে থাকা রবিনের না থাকা জন্ম দিয়েছে বিস্ময়ের। দলে তার না থাকাকে অপ্রত্যাশিত বলছেন অনেকেই।
সর্বশেষ এনসিএল টি-টোয়েন্টিতে হেসেছিল রবিনের ব্যাট। ১৩৯ স্ট্রাইকরেটে করেছিলেন ১৯৪ রান। এ ছাড়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এ দলের হয়ে করেছিলেন সেঞ্চুরি। চলমান এনসিএলের দ্বিতীয় রাউন্ডেও পেয়েছেন সেঞ্চুরির দেখা, সবমিলিয়ে ব্যাট হাতে বেশ ভালো ফর্মে আছেন রবিন। তবুও দলে রাখা হয়নি তাকে।
রবিনকে না রাখার ব্যাখ্যা দিয়ে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন, 'চারজন দৌড়ালে এখানে সবাই প্রথম হবে না। কেউ কেউ ক্লোজ থাকে। রবিন স্ট্যান্ডবাই তালিকায় রয়েছে। স্ট্যান্ডবাই তালিকায় থাকা মানে খুব কাছেই রয়েছে দলের। আমার কাছে মনে হয়েছে টি-টোয়েন্টির জন্য যাদের নিয়েছি তারা স্ট্রাইকরেট বা অন্যান্য দিক থেকে ভালো চয়েজ।'
ভবিষ্যতে রবিনের সুযোগ থাকছে জানিয়ে লিপু বলেন, 'সাদা বলে আরো ভালো পারফর্ম করলে অবশ্যই সে সুযোগ পাবে। যখন যে ফরম্যাটে খেলবে তখন তাকে সেই ফরম্যাট অনুযায়ী কিন্তু খেলতে হবে। লাল বলের জন্য তো আমি সাদা বলে নিব না বা সাদা বলের জন্য তো কাউকে লাল বলে নিব না।'
কাতারের দোহায় অনুষ্ঠেয় টুর্নামেন্টে খেলবে ৮টি দল। গ্রুপ ‘এ’–তে আফগানিস্তান, বাংলাদেশ, হংকং ও শ্রীলঙ্কা। গ্রুপ ‘বি’–তে ভারত, ওমান, পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত। টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু হবে ১৪ নভেম্বর। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও ওমান। বাংলাদেশের টুর্নামেন্ট শুরু ১৫ নভেম্বর, হংকংয়ের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ।
রাইজিং স্টার এশিয়া কাপে বাংলাদেশ স্কোয়াড
আকবর আলী (অধিনায়ক), জিসান আলম, হাবিবুর রহমান সোহান, জাওয়াদ আবরার, আরিফুল ইসলাম, ইয়াসির আলী চৌধুরী, মাহিদুল ইসলাম ভূঁইয়া, রাকিবুল হাসান, এস এম মেহেরব হোসেন, আবু হায়দার রনি, তোফায়েল আহমেদ, স্বাধীন ইসলাম, রিপন মন্ডল, আব্দুল গাফফার সাকলাইন, মৃত্যুঞ্জয় চৌধুরী।

স্পোর্টস ডেস্ক