খালেদা জিয়ার মৃত্যুতে ক্রীড়াঙ্গনে শোক
দীর্ঘদিন চিকিৎসাধীন থেকে আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) না ফেরার দেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সকাল ৬টায় তার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে দেশের ক্রীড়াঙ্গনে। শোক বিবৃতি দিয়েছে বিভিন্ন ক্রীড়া সংস্থা, ক্রীড়াব্যক্তি ও ক্রীড়া অনুরাগী।
বিসিবির শোক
খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক বিবৃতিতে বিসিবি লিখেছে, ‘এদেশের ক্রিকেটের উন্নতি ও অগ্রযাত্রায় তাঁর (খালেদা জিয়া) গুরুত্বপূর্ণ ভূমিকা ও শুভকামনার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছে বিসিবি। প্রধানমন্ত্রী হিসেবে তাঁর মেয়াদে বাংলাদেশে ক্রিকেটের বিকাশে অসামান্য সহায়তা করেছিলেন, যা দেশের ক্রিকেট অবকাঠামো উন্নয়ন এবং দেশব্যাপী এই খেলার প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। তাঁর দূরদর্শী চিন্তা ও উৎসাহ ক্রিকটেরে এই অগ্রগতির পথকে সুগম করতে সাহায্য করেছে।’
খালেদা জিয়ার মৃত্যুকে অপূরণীয় ক্ষতি উল্লেখ করে বিবৃতিতে আরও বলা হয়, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত ও চিরশান্তি কামনা করি।’
বাফুফের শোক
বাফুফে লিখেছে, ‘বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর বিদায়ে বাফুফে শোকাহত। দেশের রাজনীতিতে তিনি ছিলেন বিশাল সাহসী। তাঁর জীবন কেটেছে অনবদ্য নেতৃত্ব, সহনশীলতা ও মানুষের প্রতি তার দায়িত্ব নিয়ে।’
খালেদা জিয়ার মৃত্যুকে অপূরণীয় ক্ষতি উল্লেখ করে আরও বলা হয়, ‘আমরা তাঁর শোকাহত পরিবারের প্রতি সহমর্মিতা জানাচ্ছি। তাঁর বিদায় দেশের জন্য অপূরণীয় ক্ষতি।’
রংপুর রাইডার্সের শোক
নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিপিএলের ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স। রংপুর রাইডার্স লিখেছে, ‘সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই! সারাদেশের মতো শোকাহত রাইডার্স পরিবার। মহান আল্লাহ তা'আলা তাঁকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন।’
সিলেট টাইটান্সের শোক
নিজেদের অফিসিয়াল ফেসবুক এক স্ট্যাটাসে শোক জানিয়েছে সিলেট টাইটান্স। সেই স্ট্যাটাসে তারা লিখেছে, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে সিলেট টাইটান্স পরিবার গভীরভাবে শোকাহত।’
সিলেট টাইটান্স আরও লিখেছে, ‘আজ আমাদের জাতির ইতিহাসের এক মহান ব্যক্তিত্বের বিদায়ে শোক প্রকাশ করছি। তিনি একজন নেত্রী—যাঁর সাহস এবং নিষ্ঠা কোটি মানুষের ভাগ্য বদলে দিয়েছিল। বাংলাদেশের মানুষের প্রতি তাঁর অবিচল অঙ্গীকার চিরকাল অনুপ্রেরণা হয়ে থাকবে।’
সমবেদনা জানিয়ে তারা আরও লিখেছে, ‘আমরা তাঁর পরিবার, অনুসারী এবং সমগ্র দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহর দরবারে তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করি।’
নোয়াখালী এক্সপ্রেস
খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে বিপিএলের ফ্র্যাঞ্চাইজি নোয়াখালী এক্সপ্রেস। তারা তাদের ফেসবুক ভেরিফায়েড পেজে একটি পোস্টার কার্ডে আপসহীন নেত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে দলটি।
মুশফিকের শোক
খালেদা জিয়ার মৃত্যতে শোক জানিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক, অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাসে খালেদা জিয়ার ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘আমরা শোকাহত। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’ প্রার্থনার ইমোজি শেয়ার করে দোয়ার আবেদন জানিয়েছেন তিনি।
মিরাজের শোক
খালেদা জিয়ার মৃত্যতে শোক জানিয়েছেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাসে খালেদা জিয়ার ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ তা'লা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে জান্নাতের সর্বোচ্চ স্থান দিন এবং তাকে ক্ষমা করুন। তার আত্মার শান্তি এবং দেশের জন্য শক্তি কামনা করছি।’
জামাল ভূঁইয়ার শোক
খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। নিজেরে ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এক স্ট্যাটাসে খালেদা জিয়ার ছবি শেয়ার দিয়ে লিখেছেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ১৫-০৮-১৯৪৫—৩০-১২-২০২৫।’ একই সঙ্গে প্রার্থনার ইমোজি শেয়ার করে দোয়ার আবেদন জানিয়েছেন তিনি।
রাজশাহী ওয়ারিয়র্সের শোক
খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে বিপিএলের ফ্র্যাঞ্চাইজি রাজশাহী ওয়ারিয়র্স। নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে তারা লিখেছে, ‘একজন নেত্রী যিনি ভয়ংকরতম ঝঞ্ঝা-বিক্ষুব্ধ সময়েও অটল ছিলেন, তাঁর সহনশীলতা এবং কর্তব্যনিষ্ঠার উত্তরাধিকার কখনোই বিস্মৃত হবে না। তাঁর বিদেহী আত্মা চিরশান্তিতে থাকুক।’
তামিম ইকবালের শোক
খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এক স্ট্যাটাসে শোক প্রকাশ করেন তিনি।
সেই স্ট্যাটাসে খালেদা জিয়ার ছবি শেয়ার করে তামিম লিখেছেন, ‘ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন। তাঁর প্রয়াণে দেশ হারাল এক দৃঢ় নেতৃত্বের প্রতীককে। মহান আল্লাহ তাঁর রূহের মাগফিরাত দান করুন ও জান্নাতুল ফেরদৌস নসিব করুন।’
ইমরুল কায়েসের শোক
খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ইমরুল কায়েস। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা বেগম খালেদা জিয়ার মাগফিরাত নসিব করুন এবং জান্নাতুল ফেরদৌস দান করুন।’
স্থগিত বিপিএল
খালেদা জিয়ার মৃত্যুতে শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আজকের সব ম্যাচ স্থগিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক বিবৃতিতে এ সিদ্ধান্ত জানিয়েছে তারা।
বিবৃতিতে বিসিবি লিখেছে, ‘জাতীয় শোকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং খালেদা জিয়ার স্মৃতির সম্মানে বাংলাদেশ প্রিমিয়ার লিগের আজকের নির্ধারিত ম্যাচগুলো (সিলেট টাইটানস বনাম চট্টগ্রাম রয়্যালস এবং ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স) বাতিল করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, স্থগিত ম্যাচগুলোর নতুন সূচি নির্ধারণ করে জানাবে তারা।’

স্পোর্টস ডেস্ক