খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত বিপিএল
বিএনপি চেয়ারপারসন ও তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আজকের সব ম্যাচ স্থগিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক বিবৃতিতে এ সিদ্ধান্ত জানিয়েছে তারা।
বিবৃতিতে বিসিবি লিখেছে, জাতীয় শোকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং খালেদা জিয়ার স্মৃতির সম্মানে বাংলাদেশ প্রিমিয়ার লিগের আজকের নির্ধারিত ম্যাচগুলো (সিলেট টাইটানস বনাম চট্টগ্রাম রয়্যালস এবং ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স) বাতিল করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, স্থগিত ম্যাচগুলোর নতুন সূচি নির্ধারণ করে জানাবে তারা।
এর আগে এক বিবৃতিতে খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে বিসিবি। বিবৃতিতে সংস্থাটি লিখেছে, ‘এদেশের ক্রিকেটের উন্নতি ও অগ্রযাত্রায় তাঁর (খালেদা জিয়া) গুরুত্বপূর্ণ ভূমিকা ও শুভকামনার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছে বিসিবি। প্রধানমন্ত্রী হিসেবে তাঁর মেয়াদে বাংলাদেশে ক্রিকেটের বিকাশে অসামান্য সহায়তা করেছিলেন, যা দেশের ক্রিকেট অবকাঠামো উন্নয়ন এবং দেশব্যাপী এই খেলার প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। তাঁর দূরদর্শী চিন্তা ও উৎসাহ ক্রিকটেরে এই অগ্রগতির পথকে সুগম করতে সাহায্য করেছে।’
খালেদা জিয়ার মৃত্যুকে অপূরণীয় ক্ষতি উল্লেখ করে বিবৃতিতে আরও বলা হয়, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত ও চিরশান্তি কামনা করি।’
আপসহীন নেত্রী খালেদা জিয়া দীর্ঘ চার দশকেরও বেশি রাজনীতিতে সক্রিয় ছিলেন। আজ মঙ্গলবার রাজধানীর এভারকেয়ার হাসাপালে ৮০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

স্পোর্টস ডেস্ক