জাতীয় দলের কোচের দায়িত্ব ছাড়ছেন সালাউদ্দিন
সর্বশেষ ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে বাংলাদেশের ব্যাটারদের দেখা গেছে অধারাবাহিক। ব্যাটিং ব্যর্থতার কারণে তাদের নিয়ে সমালোচনা হয়েছে। এই সিরিজে ব্যাটিং ইউনিটের দায়িত্বটা ছিল দলের সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের। যেকারণে তাকেও সমালোচিত হতে হয়েছে। এবার তিনি তার দায়িত্ব থেকে সড়ে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকবাজ’ তাদের একটি প্রতিবেদনে এমনটিই তুলে ধরেছে।
ক্রিকবাজ তাদের প্রতিবেদনে বলেছে, চলতি মাসে ঘরের মাঠে আয়ারল্যান্ড সিরিজের পর দায়িত্ব থেকে সড়ে দাঁড়াবেন সালাউদ্দিন। গত বছরের ৫ নভেম্বর জাতীয় দলের সিনিয়র সহকারী কোচের দায়িত্ব নেন তিনি।
আরও পড়ুন : জাতীয় দলের কোচিং প্যানেলে যুক্ত হলেন আশরাফুল
সালাউদ্দিনের সঙ্গে বিসিবির চুক্তি ছিল ২০২৭ সাল পর্যন্ত, তবে ব্যক্তিগত কারণ দেখিয়ে চুক্তির এক বছরের পূর্ণ হওয়ার পর দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলেই জানিয়েছে ক্রিকবাজ। গতকাল মঙ্গলবার (৪ নভেম্বর) ক্রিকবাজকে তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন সালাউদ্দিন। তিনি বলেন, ‘হ্যাঁ, আমি পদত্যাগ করছি।’ তবে বিস্তারিত কিছু জানাননি।
ডেভিড হেম্পের সাথে সম্পর্ক ছিন্ন করার পর সালাহউদ্দিনকে জাতীয় দলের ব্যাটিং ইউনিটের দায়িত্ব দেওয়া হয়। তবে, সাম্প্রতিক সময়ে দলের ব্যাটিং বিভাগের ব্যর্থতার কারণে সালাহউদ্দিনের ওপর চাপ বেড়ে যায়।
এরই মধ্যে আগামী আয়ারল্যান্ড সিরিজ থেকে মোহাম্মদ আশরাফুলকে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। গত সোমবার বিসিবির সভা শেষে বিসিবি পরিচালক আব্দুর রাজ্জাক সালাউদ্দিনের প্রসঙ্গে বলেন, ‘সালাউদ্দিন ভাই কিন্তু সিনিয়র সহকারী কোচ। আসলে কারও ব্যর্থতার জন্য না। ওইখান থেকে সরানো হয়নি কাউকে, আশরাফুলকে অন্তর্ভুক্ত করা হয়েছে। কোচিং প্যানেলে আরও একজনকে যুক্ত করা হলো।’
আরও পড়ুন : জাতীয় দলে আবারও নতুন ভূমিকায় রাজ্জাক
আগামী ৬ নভেম্বর বাংলাদেশে আসবে আয়ারল্যান্ড দল। সফরে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে আইরিশরা। প্রথম টেস্ট ম্যাচটি ১১ থেকে ১৫ নভেম্বর সিলেটে অনুষ্ঠিত হবে, দ্বিতীয় টেস্টটি ১৯ থেকে ২৩ নভেম্বর ঢাকায় । এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি চট্টগ্রামে ২৭, ২৯ নভেম্বর এবং ২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

স্পোর্টস ডেস্ক