বিপিএলের পাঁচ দলের চূড়ান্ত নাম জানাল বিসিবি
বিপিএলের আগামী আসরে ছয় বা সাতটি দলের আলোচনা থাকলেও শেষ পর্যন্ত পাঁচটি দল নিয়ে হচ্ছে বিপিএল। আগামী ডিসেম্বর-জানুয়ারিতে মাঠে গড়াবে টুর্নামেন্ট। পাঁচ বছরের জন্য দেওয়া হয়েছে ফ্র্যাঞ্চাইজি মালিকানা।
এবার দলগুলোর চূড়ান্ত নামও প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে পাঁচটি দলের নাম জানায় বিসিবি।
আগের নামেই থাকছে ঢাকা আর রংপুর। রাজধানীর দলটি খেলবে ঢাকা ক্যাপিটালস নামে আর রংপুর খেলবে রংপুর রাইডার্স নামে।
নতুন মালিকানায় আসা রাজশাহী প্রথমে ‘রাজশাহী স্টারস’ নামে খেলতে চাইলেও পরিবর্তন করতে হয়েছে তাদের সিদ্ধান্তে। এবারের আসরে রাজশাহী খেলবে ‘রাজশাহী ওয়ারিয়র্স’ নামে।
একই পরিস্থিতিতে পড়েছে সিলেটও। প্রথমে তারা খেলতে চেয়েছিল ‘সিলেট ইউনাইটেড’ নামে। তবে সিলেটের নতুন নাম দেওয়া হয়েছে ‘সিলেট টাইটান্স’। চট্টগ্রামের নতুন নাম ‘চট্টগ্রাম রয়্যালস’।
বিসিবি থেকে আগেই জানানো হয়েছে, ফ্র্যাঞ্চাইজিগুলোর নাম ঠিক করে দেবে তারা। সেগুলোর ট্রেডমার্ক করে নিজেদের কাছে রেখে দেবে বিসিবি। এই নামগুলো আর পরিবর্তন করা যাবে না। একই সঙ্গে দলের মালিকানা পরিবর্তন হলে সমস্ত সোস্যাল মিডিয়া প্ল্যাটফর্মও বুঝিয়ে দিতে হবে বিসিবিকে।
প্রসঙ্গত, এবারে বিপিএলে নেই গত আসরের চ্যাম্পিয়ন ও রানার্সআপ ফরচুন বরিশাল আর চিটাগং কিংস। চট্টগ্রাম থেকে নতুন মালিকানায় দল এলেও বরিশাল থেকে কাউকে ফ্র্যাঞ্চাইজি দেওয়া হয়নি। বাদ পড়েছে গত আসরে খেলা খুলনা টাইগার্সও।

স্পোর্টস ডেস্ক