যুব এশিয়ান গেমসে প্রথম পদক পেল বাংলাদেশ

বাহরাইনে বসেছে যুব এশিয়ান গেমসের তৃতীয় আসর। আগের দুই আসরে খালি হাতে ফেরা বাংলাদেশ এবার প্রথমবার পদকের দেখা পেল। আজ মঙ্গলবার (২১ অক্টোবর) কাবাডিতে শ্রীলঙ্কা নারী দলকে হারিয়ে পদক জিতেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
যদিও এশিয়ান গেমসের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। প্রথম তিন ম্যাচেই হেরেছিল যথাক্রমে ইরান, ভারত ও থাইল্যান্ডের কাছে। তবুও পদক জেতার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। কারণ, কাবাডিতে চতুর্থ দলকেও পদক দেওয়া হয়। আর এবারের এশিয়ান গেমসে অংশ গ্রহণই করেছিল পাঁচটি দল।
বাংলাদেশের মতো শ্রীলঙ্কার অবস্থাও ছিল একই। তারাও হেরেছিল প্রথম তিন ম্যাচে। ফলে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচটি দাঁড়ায় চতুর্থ স্থান নির্ধারণী ম্যাচ হিসেবে। তাই সমীকরণও ছিল সোজা-জিততে হবে। এমন সমীকরণ মেলানোর ম্যাচে বাংলাদেশ কোনো ভুল করেনি। ৪৭-৪০ পয়েন্টে শ্রীলঙ্কাকে হারিয়ে পদক অর্জন করেছে বাংলাদেশ।
আজ বাহরাইনের ঈসা স্পোর্টস সিটিতে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধেই ২৫-১৮ পয়েন্টের ব্যবধানে এগিয়ে ছিল বাংলাদেশ। তবে দ্বিতীয়ার্ধে দারুণ লড়াই করে লঙ্কানরা। এ অর্ধে দুই দলের পয়েন্টই হয় সমান ২২ করে। ফলে প্রথমার্ধের ৭ পয়েন্টই ম্যাচ জয়ের কারণ হয়। ৪৭-৪০ ব্যবধানে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ।
ম্যাচের শেষ বাঁশি বাজতেই উল্লাসে মেতে ওঠে বাংলাদেশের খেলোয়াড়রা। উল্লাসের মাত্রা আরও বেশি হওয়ার কারণ হলো- যুব এশিয়ান গেমসের ইতিহাসে অনূর্ধ্ব-১৮ বালিকা কাবাডি দল প্রথম পদক এনে দিলো বাংলাদেশকে।
কাবাডিতে বালক দলেরও ভালো সম্ভাবনা আছে পদক আনার। ইতোমধ্যে শ্রীলঙ্কা ও ইরানকে হারিয়েছে বাংলাদেশ। এই বিভাগে অংশ নিয়েছে ৭ দল। আজ বাংলাদেশ সময় রাতে থাইল্যান্ডের বিপক্ষে খেলা রয়েছে। বালক দলেরও চার দলের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে।
এক যুগ পর হতে যাওয়া যুব এশিয়ান গেমসের তৃতীয় আসরের আনুষ্ঠানিক উদ্বোধন হবে আগামীকাল। এই গেমসে ২৫ ডিসিপ্লিনের মধ্যে বাংলাদেশ ১৩টিতে অংশগ্রহণ করবে।