ঘুরে দাঁড়িয়ে আর্চারিতে বাংলাদেশকে পদক এনে দিলেন কুলসুম
কথায় আছে, শেষ ভালো যার সব ভালো তার। বাংলাদেশের আর্চার কুলসুম আক্তার এই প্রবাদের যথার্থতা প্রমাণ করলেন আরেকবার। আর্মি স্টেডিয়ামে এশিয়ান আর্চারের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে চতুর্থ সেট পর্যন্ত পিছিয়ে থাকলেও শেষ সেটে ঘুরে দাঁড়িয়ে পদক নিশ্চিত করেছেন কুলসুম।
আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) আর্মি স্টেডিয়ামে কম্পাউন্ড নারী এককে চাইনিজ তাইপের আর্চার চেন সিরকে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতেছেন বাংলাদেশের এই আর্চার। এর আগে সেমিফাইনালে ভারতের পৃথিকা প্রদীপের কাছে হেরে ফাইনালের আশা ভঙ্গ হয়েছিল কুলসুমের।
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেও শুরুটা ভালো হয়নি কুলসুমের। হাড্ডাহাড্ডি লড়াই করলেও ২৯-৩০ ব্যবধানে পিছিয়ে থেকে প্রথম সেটে শেষ করেন কুলসুম। দ্বিতীয় ও তৃতীয় সেটে লড়াইটা আরও জমিয়ে তুলেন বাংলাদেশি এই আর্চার। এই দুই সেটই ড্র হয় ২৯-২৯ পয়েন্ট ব্যবধানে।
চতুর্থ সেটে এসে আবারও হতাশ হতে হয় তাকে। এই সেটে পিছিয়ে পড়েন ২৯-২৮ পয়েন্টে। তবে শেষ সেটে দারুণভাবে ঘুরে দাড়ান কুলসুম। হারার আগেই না হেরে দারুণ লড়াই করে তিন পয়েন্টে এগিয়ে থেকে এই সেট জয় করে পদক নিশ্চিত করেন কুলসুম।
এমন রোমাঞ্চকর জয়ে উচ্ছ্বসিত কুলসুম বলেন, ‘দিনের শেষটা খুব ভালো হয়েছে আমার। প্রথমে একটু নার্ভাস ছিলাম। ভেবেছিলাম হয়তো কিছুই পাব না। শেষ পর্যন্ত একটা পদক পেয়েছি। এটা সত্যি আনন্দের।’

স্পোর্টস ডেস্ক