একদিন পরই দ্বিতীয় সাফল্য পেল বাংলাদেশ
যুব এশিয়ান গেমসের তৃতীয় আসর বসেছে বাহরাইনে। প্রথম দুই আসরে কোনো সাফল্য ছিল না বাংলাদেশের। সেই ধারা ভেঙে গতকাল প্রথম পদক জিতেছিল বাংলাদেশ। একদিন পরই দ্বিতীয় পদকের দেখা পেল লাল-সবুজের প্রতিনিধিরা।
আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) অনূর্ধ্ব-১৮ বালক কাবাডি দল ব্রোঞ্জ পদক জিতেছে। গতকাল পদক জিতেছিল অনূর্ধ্ব-১৮ বালিকা কাবাডি দল। তারাও ব্রোঞ্জ পদকই জিতেছিল। ফলে এক আসরেই এখনই দ্বিতীয় সাফল্য পেল বাংলাদেশ।
গতকাল পাকিস্তানকে হারিয়ে ব্রোঞ্জের আশা বাঁচিয়ে রেখেছিল বালক কাবাডি দল। আজ সেই আশাকে পূর্ণতা দিতে মাঠের লড়াইয়ের সঙ্গে সঙ্গে মাঠের বাইরেও লড়াই করতে হয়েছে বাংলাদেশকে। কারণ, খেলা ছিল স্বাগতিক বাহরাইনের বিপক্ষে। বাংলার দামালরা সব জয় করে পদক ছিনিয়ে এনেছে।
আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ঈসা স্পোর্টস সিটিতে বাংলাদেশ বালক কাবাডি দল স্বাগতিক বাহরাইনকে ১০৬-১৭ পয়েন্টের বিশাল ব্যবধানে হারিয়েছে। এই জয়ের ফলে কাবাডি ডিসিপ্লিনে অংশগ্রহণকারী সাতটি দলের মধ্যে তৃতীয় স্থান অর্জন করে বাংলাদেশ।
শক্তিশালী ভারতের বিপক্ষে হার দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। হারের ক্ষত ভুলে পরের ম্যাচেই ঘুরে দাঁড়ায় লাল-সবুজের প্রতিনিধিরা। টানা দুই ম্যাচে হারায় ইরান ও শ্রীলঙ্কাকে। এতে আশা জেগেছিল ফাইনালে খেলার। তবে তৃতীয় ম্যাচে আবারও হোঁচট খায় বাংলাদেশ। থাইল্যান্ডের কাছে অল্প ব্যবধানে হেরে ফাইনালের দৌড় থেকে পিছিয়ে পড়ে।
দিনের শেষ ম্যাচে পাকিস্তানকে হারিয়ে অন্তত ব্রোঞ্জ পদকের আশা বাঁচিয়ে রাখে বাংলাদেশ। আজ বাহরাইনকে হারিয়ে ব্রোঞ্জ নিশ্চিত করে ঠিকই তবে, ফাইনালের দৌড়ে ফেরা সম্ভব হয়নি। তৃতীয় হয়ে ব্রোঞ্জ পদক পেয়েই দেশে ফিরতে হবে কাবাডি দলকে।
এর আগে গতকাল শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশকে যুব এশিয়ান গেমসের প্রথম পদক এনে দেয় অনূর্ধ্ব-১৮ বালিকা কাবাডি দল। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কাকে ৪৭-৪০ পয়েন্টে হারিয়ে ব্রোঞ্জ পদক অর্জন করে বাংলাদেশ।
প্রসঙ্গত, এক যুগ পর হতে যাওয়া যুব এশিয়ান গেমসের তৃতীয় আসরের আনুষ্ঠানিক উদ্বোধন হয় আজ। এই গেমসে ২৫ ডিসিপ্লিনের মধ্যে বাংলাদেশ ১৩টিতে অংশগ্রহণ করছে।

স্পোর্টস ডেস্ক