নাটকীয়ভাবে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ইতিহাস গড়ল নামিবিয়া

নামিবিয়া ক্রিকেটে একটি নতুন যুগের সূচনা করল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম কোন আন্তর্জাতিক ম্যাচে মুখোমুখি হয়ে তাদের হারালো আইসিসির সহযোগী দেশটি। দেশটির নতুন স্টেডিয়াম নামিবিয়া ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি ছিল বেশ উত্তেজনাপূর্ণ। সেখানে শেষ বলের নাটকীয়তায় প্রেটিয়াদের হারিয়ে ইতিহাস গড়েছে নামিবিয়া।
গতকাল শনিবার (১১ অক্টোবর) একমাত্র টি-টোয়েন্টিতে শেষ-বল থ্রিলারে দক্ষিণ আফ্রিকাকে ৪ উইকেটে হারিয়েছে নামিবিয়া। টসে জিতে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৩৪ রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৩৮ রান করে নামিবিয়া।
দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়রা বেশিরভাগই পাকিস্তানে টেস্ট সিরিজ খেলতে গিয়েছে। তাদের মূল দলে বেশিরভাগ খেলোয়াড় সেখানে অবস্থান করছে। তাই বলে দলের এমন ভরাডুবিও আশা করেনি তারা।
দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ের শুরুটা ভালো হয়নি এদিন। বহুদিন পর টি-টোয়েন্টিতে মাঠে ফেরা কুইন্টন ডি কক মাঠে এসে প্রথম ওভারেই আউট হয়ে যান, যা ছিল দক্ষিণ আফ্রিকার জন্য একটি বড় ধাক্কা।
এরপর রেজা হেন্ড্রিকসও ফেরেন ৭ রান করে। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দক্ষিণ আফ্রিকা। রুবিন হারম্যান ১৮ বলে ২৩ এবং ওপেনার লুয়ান-দ্রে প্রিটোরিয়াস ২২ বলে ২২ রান করে ফিরেন।
প্রোটিয়াদের পক্ষে সর্বোচ্চ ৩১ রানের ইনিংস খেলেছেন জেসন স্মিথ। নির্ধারিত ২০ ওভারে দক্ষিণ আফ্রিকার পুঁজি দাঁড়ায় ১৩৪ রান। নামিবিয়ার পক্ষে সর্বোচ্চ তিনটি উইকেট তুলে নেন রুবেন ট্রাম্পেলম্যান।
১৩৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল নামিবিয়া। কিন্তু ২২ ও ২৮ রানে দুটি উইকেট হারিয়ে তারা চাপের মুখে পড়ে যায়। অধিনায়ক গেরহার্ড ইরাসমাস ২১ রান করে দলকে কিছুটা টেনে তোলেন।
এরপর জেজে স্মিত ১৩ ও মালান ক্রুগার ১৮ রান করে ফিরেন। ১৭ তম ওভারে ১০১ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে নামিবিয়া। এরপর জেন গ্রিন ও ট্রাম্পেলম্যান ৩৭ রানের জুটি গড়ে নামিবিয়ার জয় নিশ্চিত করে ফিরেন।
শেষ ওভারে ১০ রান প্রয়োজন ছিল তাদের। অ্যান্ডাইল সিমেলেনের প্রথম বলেই ছয় হাঁকান গ্রিন। এত খেলাটা সহজ হয়ে এসছে বলে মনে হলেও ম্যাচটি গরড়য়েছে শেষ বল পর্যন্ত। শেষ ওভারের চতুর্থ বলে স্কোর সমান হয়ে যায়।
এরপর পঞ্চম বল ডট দিলে খেলা গড়ায় শেষ বলের নাটকীয়তায়। ইনিংসের শেষ বলে চার মেরে এবার নামিবিয়ার নতুন ইতহাস গড়লেন গ্রিন। ২৩ বলে তার ব্যাট থেকেই আসে সর্বোচ্চ ৩০ রানের ইনিংস। প্রোটিয়াদের পক্ষে নান্দ্রে বার্গার ও সিমেলেনে দুটি করে উইকেট পেয়েছেন।
এর আগে টি-টোয়েন্টিতে আরো তিনটি পূর্ণ সদস্য দেশের (আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার) বিপক্ষে জয় পেয়েছে নামিবিয়িা। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে হারের পর দ্বিতীয়বার কোনো আইসিসির সহযোগী দেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে হারলো।