চমক রেখে পাকিস্তান সিরিজের দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা

এশিয়া কাপের পর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে পাকিস্তান। দুটি টেস্টের পর তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডেতে পাকিস্তানের মুখোমুখি হবে প্রোটিয়ারা। এর আগে নামিবিয়ার বিপক্ষে একটি টি-টোয়েন্টি খেলবে তারা। সিরিজগুলোকে সামনে রেখে আজ সোমবার (২২ সেপ্টেম্বর) দল ঘোষণা করছে দক্ষিণ আফ্রিকা।
পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা রক্ষার লড়াই। তবে, টেস্ট সিরিজের দলে নেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতানো অধিনায়ক টেম্বা বাভুমা। প্রোটিয়াদের টেস্ট অধিনায়ক বাভুমা পেশির চোটের কারণে এই সিরিজ থেকে ছিটকে গেছেন। তার অনুপস্থিতিতে টেস্ট দলকে নেতৃত্ব দেবেন এইডেন মার্করাম।
টেস্টে দলে ফিরেছেন অভিজ্ঞ অফ স্পিনার সাইমন হার্মার। চোটের কারণে প্রথম টেস্টে খেলতে পারবেন না কেশব মহারাজ, দ্বিতীয় টেস্টে ফিরবেন তিনি। স্পিন সহায়ক কন্ডিশন মাথায় রেখে স্কোয়াডে সেনুরান মুত্থুস্বামি, প্রেনেলান সুব্রায়েনকেও দলে রাখা হয়েছে।
ওয়ানডে থেকে অবসরের সিদ্ধান্ত থেকে সরে এসে জাতীয় দলে ফিরেছেন কুইন্টন ডি কক। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে দলে রাখা হয়েছে তাকে। একই সঙ্গে নামিবিয়ার বিপক্ষে একটি একমাত্র টি-টোয়েন্টি ম্যাচেও খেলবেন তিনি। ডি ককের ফেরাকে বড় প্রাপ্তি হিসেবে দেখছেন প্রধান কোচ শুকরি কনরাড।
এদিকে, পাকিস্তান সফরের সাদা বলের সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে অনেক নিয়মিত খেলোয়াড়কে। টি-টোয়েন্টি দলে অধিনায়কত্ব করবেন ডেভিড মিলার এবং ওয়ানডে দলে নেতৃত্ব দেবেন ম্যাথিউ ব্রিৎজকে। নামিবিয়ার বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টিতে নেতৃত্ব দেবেন ডনোভান ফেরেইরা।
দলে জায়গা পেয়েছেন বেশ কয়েকজন তরুণ খেলোয়াড়। ফেরেইরাসহ পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে দলে আছেন নান্দ্রে বার্গার, জেরাল্ড কোয়েৎজে ও কুইন্টন ডি কক। দলে ফিরেছেন দুই বাঁহাতি স্পিনার জর্জ লিন্ডে ও বিয়র্ন ফোর্টুইন। লেগস্পিনার নাকাবা পিটারকে নিয়ে স্পিন বিভাগও যথেষ্ট শক্তিশালী। চুক্তি সংক্রান্ত কারণে স্কোয়াডে নেই দুই অভিজ্ঞ বোলার পেসার এনরিখ নরকিয়া ও লেগ স্পিনার তাবারিজ শামসি।
দক্ষিণ আফ্রিকার স্কোয়াড
টেস্ট স্কোয়াড (পাকিস্তান সিরিজ)
এইডেন মার্করাম (অধিনায়ক), ডেভিড বেডিংহ্যাম, করবিন বোশ, ডেওয়াল্ড ব্রেভিস, টনি ডি জর্জি, জুবায়ের হামজা, সাইমন হার্মার, মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ (দ্বিতীয় টেস্টে), উইয়ান মুল্ডার, সেনুরান মুত্থুস্বামি, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, ট্রিস্টান স্টাবস, প্রেনেলান সুব্রায়েন, কাইল ভেরেইনে।
টি-টোয়েন্টি স্কোয়াড (পাকিস্তান সিরিজ)
ডেভিড মিলার (অধিনায়ক), করবিন বোশ, ডেওয়াল্ড ব্রেভিস, নান্দ্রে বার্গার, জেরাল্ড কোয়েটজি, কুইন্টন ডি কক, ডোনোভান ফেরেইরা, রিজা হেনড্রিকস, জর্জ লিন্ডে, কিউনা মাফাকা, লুঙ্গি এনগিডি, নাকাবা পিটার, লুয়ান-দ্রে প্রিটোরিয়াস, অ্যান্ডিলে সিমেলানে, লিজাড উইলিয়ামস।
ওয়ানডে স্কোয়াড (পাকিস্তান সিরিজ)
ম্যাথিউ ব্রিটজকে (অধিনায়ক), করবিন বোশ, ডেওয়াল্ড ব্রেভিস, নান্দ্রে বার্গার, জেরাল্ড কোয়েটজি, কুইন্টন ডি কক, টনি ডি জর্জি, ডোনোভান ফেরেইরা, বিয়র্ন ফোর্টুইন, জর্জ লিন্ডে, কিউনা মাফাকা, লুঙ্গি এনগিডি, নাকাবা পিটার, লুয়ান-দ্রে প্রিটোরিয়াস, সিনেতেম্বা কেশিলে।
নামিবিয়ার বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি স্কোয়াড
ডোনোভান ফেরেইরা (অধিনায়ক), নান্দ্রে বার্গার, জেরাল্ড কোয়েটজি, কুইন্টন ডি কক, বিয়র্ন ফোর্টুইন, রেজা হেন্ডরিক্স, রুবেন হারম্যান, কিউনা মাফাকা, রিভালদো মুনসামি, নাকাবা পিটার, লুয়ান-দ্রে প্রিটোরিয়াস, অ্যান্ডিলে সিমেলানে, জেসন স্মিথ, লিজাড উইলিয়ামস।