আজ হবিগঞ্জ মুক্ত দিবস
আজ ৬ ডিসেম্বর, হবিগঞ্জ মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে হবিগঞ্জবাসী স্বাধীনতার স্বাদ পেয়েছিলেন। দীর্ঘ নয় মাসের সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতার নতুন সূর্যের রক্তিম আভা ছড়িয়ে পড়েছিল হবিগঞ্জের আকাশে।
হবিগঞ্জে মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মৃতিবিজড়িত স্থান, গণকবর, বৈধ্যভূমি ও স্থাপনা এখনও যথাযথভাবে সংরক্ষণ করা হয়নি। মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণের দাবি জানিয়েছেন হবিগঞ্জবাসী।
১৯৭১ সালের ৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনী হবিগঞ্জ শহর ছেড়ে যেতে বাধ্য হয়। সেদিন হবিগঞ্জবাসী বাংলার দামাল মুক্তিযোদ্ধাদের অভিবাদন জানায়। তারা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মুক্ত হবিগঞ্জ শহরের রাস্তায় নেমে বিজয়ের উল্লাস করেন।
মুক্ত হবিগঞ্জে মুক্তিযোদ্ধাদের যে দলটি প্রথমে প্রবেশ করে, তার নেতৃত্বে ছিলেন অবসরপ্রাপ্ত ল্যান্সনায়েক আব্দুস শহীদ। তারা ওই দিন থানায় গিয়ে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করেন। এ সময় মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা জানায় হাজার হাজার মানুষ।
হবিগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।