ভাঙ্গা পৌরসভায় আ. লীগ জয়ী
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/03/20/photo-1458485109.jpg)
ফরিদপুরের ভাঙ্গা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবু ফয়েজ মো. রেজা মেয়র পদে টানা চারবারের মতো নির্বাচিত হয়েছেন। ছবি : এনটিভি
ফরিদপুরের ভাঙ্গা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবু ফয়েজ মো. রেজা মেয়র পদে পুনরায় নির্বাচিত হয়েছেন।
১০ হাজার ৪০১ ভোট পেয়ে রেজা চতুর্থবারের ভাঙ্গা পৌরসভার মেয়র নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী ভাঙ্গা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ আবু জাফর মুন্সী। তিনি পেয়েছেন সাত হাজার ১২৪ ভোট।
আজ রোববার দিনভর ভোট শেষে সন্ধ্যায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা।
২৭টি গ্রাম নিয়ে গঠিত ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার নয়টি ওয়ার্ডের জন্য ১৫টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২৪ হাজার ৬২২ জন।