দক্ষিণ আফ্রিকার মাঠ ব্যবস্থাপনা নিয়ে খোঁচা গাভাস্কারের
বৃষ্টিতে পরিত্যক্ত ভারত-দক্ষিণ আফ্রিকার মধ্যকার প্রথম টি-টোয়েন্টি। মেঘাচ্ছন্ন আকাশ থাকায় ডারবানের পিচ ঢেকে রাখা হয়। কিন্তু গোটা মাঠ কেন ঢাকা হয়নি তা নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতের সাবেক কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার। ওভার কমিয়ে খেলার ব্যবস্থা করতে পুরো মাঠ কাভারে ঢেকে দেওয়ার দরকার ছিল বলে মনে করেন তিনি।
গতকাল রোববার (১০ ডিসেম্বর) স্টার স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে গাভাস্কার বলেন, ‘প্রত্যেক ক্রিকেট বোর্ডের কাছেই প্রচুর টাকা রয়েছে। হতেই পারে যে, ভারতীয় ক্রিকেট বোর্ডের মত হয়ত টাকা ক্রিকেট সাউথ আফ্রিকার কাছে নেই, কিন্তু তবুও এটুকু বলতে বাধ্য হচ্ছি যে, গোটা মাঠ ঢাকার জন্য কভার কেনার টাকা অন্তত দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের রয়েছে। যদি ওরা বলে যে, সেই টাকা ওদের নেই তাহলে মিথ্যে কথা বলছে।’
কলকাতার ইডেন গার্ডেনের উদাহরণ টেনে গাভাস্কার আরও যোগ করেন, ‘বোর্ডগুলোকে পুরো মাঠ ঢেকে রাখার ব্যবস্থা করতে হবে। এখানে অজুহাতের সুযোগ নেই। আমার মনে পড়ে, একবার ইডেন গার্ডেনে সমস্যা হওয়ায় ম্যাচ ঠিক সময়ে শুরু হয়নি। পরের ম্যাচেই দেখা গেল পুরো মাঠ কাভারে ঢাকা। এ ধরনের উদ্যোগ নিতে হবে। তখন সৌরভ গাঙ্গুলি দায়িত্বে ছিল, সে নিশ্চিত করতে চেয়েছে, কেউ যাতে মাঠের দিকে আঙুল তুলতে না পারে।’
প্রথম ম্যাচ পরিত্যক্ত হওয়ায় হতাশ দুই দলই। আগামী বিশ্বকাপকে সামনে রেখে নতুন এক দল গোছানোর চেষ্টায় ভারত। সূর্যকুমার যাদবকে অধিনায়ক করে সেই দলের অনেককে পরখ করতে চেয়েছিল তারা। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-১ ব্যবধানে সিরিজ জিতলেও, সেটা ছিল ঘরের মাঠে।