চার শতাধিক বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা
জেলা পরিষদের আয়োজনে মুক্তিযোদ্ধাদের মিলনমেলায় চাঁদপুর জেলার কমান্ডার, খেতাবপ্রাপ্ত ৪১৩ মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেওয়া হয়েছে। আজ বুধবার (১৩ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা পরিষদ প্রাঙ্গণে এই বর্ণাঢ্য আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধকালীন জেলার কমান্ডার ও খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ক্রেস্ট ও সম্মানি প্রদান করা হয়।
অনুষ্ঠানের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন বীরমুক্তিযোদ্ধা ও অতিথিরা। এরপর আমন্ত্রিত বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয় জেলা পরিষদের পক্ষ থেকে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক কামরুল হাসান। এ সময় তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের কল্যাণে অনেক কাজ করছে। তার নেতৃত্বাধীন বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দিয়েছে। আমাদের প্রধানমন্ত্রী সব সময় মুক্তিযোদ্ধাদের নিয়ে ভাবেন। মুক্তিযোদ্ধাদের ভাতা, বিভিন্ন সুযোগ-সুবিধার পাশাপাশি বীর নিবাস করা হচ্ছে। ধারাবাহিকভাবে সব মুক্তিযোদ্ধার জন্য বীর নিবাস করা হবে।’
জেলা প্রশাসক আরও বলেন, ‘আমরা এ প্রজন্মের অনেকেই মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানি না। আজকে জেলা পরিষদের আয়োজনে মুক্তিযোদ্ধাদের যে মিলনমেলা করা হয়েছে, তা প্রশংসার দাবি রাখে। এমন আয়োজনে আমরা মুক্তিযোদ্ধাদের দেখা এবং তাদের মুখ থেকে যুদ্ধের স্মৃতিকথা শুনতে পারি। মুক্তিযোদ্ধাদের আমরা সর্বোচ্চ সম্মান করি। বাঙালি জাতির বীর সন্তানদের চোখে দেখার যে সৌভাগ্য আমরা পেয়েছি, তা যখন তাঁরা থাকবেন না, তখন বুঝতে পারব।’
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ওসমান গনি পাটওয়ারী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী প্রমুখ।