চট্টগ্রামে অবরোধকারী-পুলিশ সংঘর্ষে ওসিসহ আহত ৫
চট্টগ্রামের আনোয়ারায় অবরোধকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সহ পাঁচজন আহত হয়েছেন। ভাঙচুর করা হয় পুলিশের গাড়িসহ দুটি সিএনজিচালিত অটোরিকশাও। আজ বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনীর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, আনোয়ারার চাতরী চৌমুহনী বাজারের উত্তর পাশে যুবদলের নেতাকর্মীরা অবরোধের সমর্থনে কর্মসূচি পালন করে। এ সময় সিএনজিসহ বেশ কিছু গাড়ি ভাঙচুর করা হয়।
খবর পেয়ে ওসির নেতৃত্বে পুলিশ নেতাকর্মীদের ধাওয়া করলে তারা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় ইটের আঘাতে আনোয়ারা থানার ওসি সোহেল আহমেদসহ দুই পুলিশ আহত হন। ওসির ডান চোখ ইটে আঘাতপ্রাপ্ত হয়। আহত পুলিশ কর্মকর্তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরে পুলিশ আট রাউন্ড গুলি চালিয়ে পরিস্থিতি নিযন্ত্রণে আনে।
থানার উপপরিদর্শক (এসআই) মো. মহিউদ্দিন জানান, আনোয়ারা চাতরী চৌমুহনী বাজারের উত্তর পাশে যুবদলের নেতাকর্মীরা অবরোধ করে সিএনজিসহ বেশ কিছু গাড়ি ভাঙচুর করে। খবর পেয়ে ওসির নেতৃত্বে পুলিশ ব্টিনেপির নেতাকর্মীদের ধাওয়া করলে তারা পুলিশের উপর ইটপাট নিক্ষেপ করে। ইটের আঘাতে আনোয়ারা থানার ওসি গুরুতর আহত হন।
এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।