দুই পার্বত্য জেলায় যাচ্ছে সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল
দুই পার্বত্য চট্টগ্রাম জেলা খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে নতুন করে তৈরি হয়েছে সমস্যা। ঘটেছে হতাহতের ঘটনা। জারি করা হয়েছে ১৪৪ ধারা। এরইমধ্যে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে একটি পোস্ট করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার কার্যালয় জানিয়েছে—সৃষ্ট সমস্যা নিরসনে কাজ করছে সরকার। একইসঙ্গে জানানো হয়েছে, খাগড়াছড়ি-রাঙ্গামাটি পরিদর্শনে যাচ্ছে সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।
পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টার দপ্তর থেকে বলা হয়েছে, আগামীকাল শনিবার (২১ সেপ্টেম্বর) সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা সুপ্রদীপ চাকমা রাঙ্গামাটি ও খাগড়াছড়ি পার্বত্য জেলা সফর করবেন। এ ছাড়া স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীসহ অন্যান্যরা ওই সফরে সফরসঙ্গী হওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছেন।