টুঙ্গিপাড়ায় জাল ভোট দেওয়া নিয়ে সংঘর্ষ, আহত ২০
জাল ভোট দেওয়া নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর ইউনিয়নের একটি কেন্দ্রে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
স্থানীয় লোকজন জানায়, আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে গোপালপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের গুয়াধানা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে বাসুদেব মন্ডল (ফুটবল প্রতীক) ও সঞ্চয় পাটোয়ারীর (মোরগ প্রতীক) সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়। পরে ভোটকেন্দ্রে দায়িত্বরত পুলিশ ও বিজিবি সদস্যরা লাঠিপেটা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ একটি ফাঁকা গুলি করে।
এদিকে সন্ধ্যায় নির্বাচনের ফলাফল ঘোষণার পর পাটগাতি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চিংগুড়ি গ্রামে বিজয়ী সদস্য অরবিন্দু চৌধুরী ও পরাজিত সদস্য প্রার্থী সুবল বিশ্বাসের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে বিজয়ী প্রার্থী অরবিন্দুসহ ১০ জন আহত হয়।