কাজী সালাউদ্দিনের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত
হাসপাতালে ভর্তি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন। হৃদযন্ত্রের সমস্যায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। শিগগিরই তার ওপেন হার্ট সার্জারি করা হবে। কাজী সালাউদ্দীনের সুস্থতা কামনায় বিশেষ দোয়ার আয়োজন করেছে বাফুফে।
গতকাল শনিবার (২৩ ডিসেম্বর) বাফুফে ভবন সংলগ্ন ঝিলপাড় মসজিদে দোয়ার আয়োজন করা হয়। এছাড়াও প্রিমিয়ার ফুটবল লিগের খেলা যে চার ভেন্যুতে শুরু হয়েছে, তার প্রত্যেক ভেন্যুতে খেলা শুরু হওয়ার আগে দোয়া করা হয়। গত ১৬ ডিসেম্বর বাসা থেকে বের হওয়ার আগে বুকে ব্যথা অনুভব করেন সালাউদ্দিন। সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন তিনি।
১৯৫৪ সালের ২৩ সেপ্টেম্বর জন্ম নেওয়া এই কিংবদন্তির বয়স পেরিয়েছে ৭০ বছর। ২০০৩ সাল থেকে তিনি বাফুফের দায়িত্ব সামলাচ্ছেন। প্রথম ধাপে তিনি সংস্থাটির সহ-সভাপতি ছিলেন। এরপর ২০০৮ সালে তিনি সভাপতি নির্বাচিত হন। একই পদে টানা চার নির্বাচনে তাকে হারাতে পারেনি আর কেউ। বাফুফের সঙ্গে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনেরও (সাফ) টানা চার বারের নির্বাচিত সভাপতি তিনি।