দিয়াবাতের পাঁচ গোলে মোহামেডানের বড় জয়
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের ১২তম রাউন্ডে বড় জয় পেয়েছে ঢাকা মোহামেডান। ব্রাদার্স ইউনিয়নকে ৮-০ গোলের বিশাল ব্যবধানের হারায় সাদাকালোরা। মোহামেডানের পক্ষে একাই পাঁচ গোল করেন স্ট্রাইকার সুলেমান দিয়াবাতে। চলতি বিপিএলে এটিই সবচেয়ে বড় ব্যবধানে জয়ের ঘটনা।
ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে আজ শনিবার (২০ এপ্রিল) গোল উৎসবে মাতে মোহামেডান। দিয়াবাতের পাঁচ গোলের বাইরে বাকি তিন গোল করেন ইমন, জুয়েল ও টনি।
ম্যাচের প্রথম আধঘণ্টা ভালোই রক্ষণ সামলেছিল ব্রাদার্স। ৩৪ মিনিটে ইমনের গোলে প্রথম এগিয়ে যায় মোহামেডান। এরপর আর দলটিকে রুখতে পারেনি ব্রাদার্স। প্রথমার্ধের ৪৩ ও ৪৫ মিনিটে দুই গোল করে দলকে ৩-০ ব্যবধানে এগিয়ে নেন দিয়াবাতে।
বিরতি থেকে ফিরে ৬৮ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন দিয়াবাতে। ৭২ মিনিটে আরও একটি গোল করেন তিনি। মোহামেডান এগিয়ে যায় পাঁচ গোলে। মাঝে ৭৬ ও ৪৭ মিনিটে যথাক্রমে জুয়েল ও টনির গোলে ব্যবধান আরও বাড়ায় মোহামেডান। গোল উৎসবের শেষটা করেন দিয়াবাতে। ৮৯ মিনিটে নিজের পঞ্চম ও দলের পক্ষে অষ্টম গোলটি করেন এই তারকা।
এই জয়ে ১২ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে পেয়েন্ট টেবিলের দুইয়ে আছে মোহামেডান। সমান ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে বসুন্ধরা কিংস।