গণতন্ত্র না থাকলে ইউরোপ-আমেরিকা নিষেধাজ্ঞা দেবে : নুর
গণ-অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, দেশে গণতন্ত্র, সুশাসন না থাকলে তো ব্যাংকিং খাতে সুশাসন কিংবা শ্রমিক অধিকার, নাগরিক অধিকার থাকবে না। আজ রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে সমাবেশে এ কথা বলেন তিনি।
এর আগে তফসিল বাতিল, সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিরোধীদলগুলোর ডাকা অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে সংক্ষিপ্ত সমাবেশ করেছে গণ-অধিকার পরিষদ। পরে দুুপুর পৌনে ১২টায় আল রাজী কমপ্লেক্সের সামনে থেকে মিছিল বের করে পল্টন মোড়, জাতীয় প্রেসক্লাব, পল্টন, নাইটিংগেল মোড় ঘুরে বিজয়নগর পানিরট্যাংকির মোড়ে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
ওই সংক্ষিপ্ত সমাবেশে গণ-অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, সিপিডির প্রতিবেদন বলা হয়েছে—গত ১৫ বছরে অনিয়ম করে ব্যাংক থেকে ৯২ হাজার কোটি টাকা লোপাট করা হয়েছে। সিপিডি বিভিন্ন পত্রপত্রিকার রেফারেন্সে এই তথ্য দিয়েছে। কিন্তু, প্রকৃত অর্থে কয়েক লাখ কোটি টাকা পাচার করেছে। জিএফআই বলছে প্রতিবছর আমদানি-রপ্তানির আন্ডারভয়েস-ওভারভয়েসসহ বিভিন্নভাবে ৭২ হাজার কোটি টাকা দেশ থেকে পাচার হচ্ছে, অন্যান্য সংস্থার মতে এক লাখ কোটি। তারা বলছে, ব্যাংকিং খাতে সুশাসন নেই, অর্থনৈতিক খাত দুর্বৃত্তদের দখলে। মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন শ্রমিকদের ক্ষমতায়ন ও শ্রমিক অধিকার, গণমাধ্যমের স্বাধীনতা ও নাগরিক অধিকার নিশ্চিতের কথা বলছে।’
নুর বলেন, ‘দেশে গণতন্ত্র, সুশাসন না থাকলে তো ব্যাংকিং খাতে সুশাসন কিংবা শ্রমিক অধিকার, নাগরিক অধিকার থাকবে না। গণতন্ত্র, সুশাসন, নাগরিক অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা না থাকলে ইউরোপ-আমেরিকা সরকারকে নিষেধাজ্ঞা দেবে। যার ভুক্তভোগী হবো গোটা দেশের জনগণ। তাই সরকারের প্রতি আহ্বান, এখনও সময় আছে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে সুষ্ঠু নির্বাচন দিন, দেশ রক্ষা করুন।’
গণ-অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য শহিদুল ইসলাম ফাহিমের সঞ্চালনায় মিছিলে উপস্থিত ছিলেন গণ-অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শাকিল উজ্জামান, আব্দুজ জাহের, অ্যাডভোকেট সরকার নুরে এরশাদ সিদ্দিকী, সহসভাপতি বিপ্লব কুমার পোদ্দার, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদল রবিউল হাসান, ক্রীড়াবিষয়ক সম্পাদক ইলিয়াস মিয়া, সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাদিম হাসান, ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি তারিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীব, শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সোহেল রানা সম্পদ, পরিষদ মহানগর দক্ষিণের সভাপতি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক নুরুল করিম শাকিল, মহানগর উত্তরের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুুর রহিমসহ নেতাকর্মীরা।