প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ
নেপিয়ারে শেষ ওয়ানডেতে কিউইদের উড়িয়ে অবিশ্বাস্য এক জয় তুলে নেওয়া নাজমুল হাসান শান্তদের লক্ষ্য এখন টি-টোয়েন্টিতে হারের বৃত্ত ভাঙার। সেই মিশনে প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
আজ বুধবার (২৭ ডিসেম্বর) নেপিয়ারের ম্যাকলিন পার্কে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। নিউজিল্যান্ডের মাটিতে এখন পর্যন্ত নয়টি ম্যাচ খেললেও কখনো জয়ের দেখা পায়নি চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা।
নিউজিল্যান্ডকে শেষ ওয়ানডেতে হারিয়ে বাংলাদেশ এখন দারুণ আত্মবিশ্বাসী। নিউজিল্যান্ডের মাটিতে সাফল্যহীন হলেও চলতি বছর টি-টোয়েন্টিতে বাংলাদেশের পারফরম্যান্স দুর্দান্ত। বছরের শুরুতে ইংল্যান্ডকে হোয়াইট ওয়াশ, মাঝে আয়ারল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পেয়েছিল বাংলাদেশ। সর্বশেষ গত জুলাইয়ে আফগানদের হারিয়েছে সাকিবের দল। এবার বছরের শেষ সিরিজে নাজমুল হোসেন শান্ত কি জয় উপহার দিতে পারবেন?
বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, লিটন দাস, রনি তালুকদার, তাওহিদ হৃদয়, মুস্তাফিজুর রহমান, আফিফ হোসেন, শেখ মেহেদি, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও রিশাদ হোসেন।
নিউজিল্যান্ড একাদশ : টিম সেইফার্ট (উইকেটরক্ষক), ফিন অ্যালেন, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, জেমি নিশাম, মিচেল স্যান্টনার (অধিনায়ক), অ্যাডাম মিলনে, টিম সাউদি, ইশ শোধি, বেন সিয়ার্স।