এই তরুণদের মধ্যে কোনো ভয় নেই : হাথুরুসিংহে
প্রায় তারুণ্যনির্ভর এক দল নিয়ে নিউজিল্যান্ড সফরে গিয়েছে বাংলাদেশ। ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে হারলেও জয় পেয়েছে শেষ ম্যাচে। ১৬ বছর ও ১৮ ম্যাচ পর কিউইদের তাদের মাটিতে প্রথমবার হারানোর আনন্দে মাতে বাংলাদেশ। জয়ের ধারা অব্যাহত থাকে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও। সেটিও ক্রিকেটের ক্ষুদ্র সংস্করণে কিউইদের মাঠে প্রথম।
শেষ টি-টোয়েন্টিতে আজ রোববার (৩১ ডিসেম্বর) বৃষ্টি আইনে ১৭ রানে হারে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ পরিত্যক্ত হওয়ার সিরিজ শেষ হয় ১-১ সমতায়। সিরিজ জিততে না পারলেও বাংলাদেশের ভয়ডরহীন ক্রিকেট মুগ্ধ করেছে সবাইকে। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে তরুণ এই দলটি লড়াই করেছে চোখে চোখ রেখে। বাংলাদেশের এমন সাহসী মানসিকতা মুগ্ধ করেছে সবাইকে।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে আজ বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেও জানান, তরুণদের এমন মানসিকতা মুগ্ধ করেছে তাকে। সিনিয়রদের না থাকা কোনো প্রভাব ফেলেনি তাদের মনোভাবে।
হাথুরুসিংহে বলেন, ‘ওরা যেভাবে খেলেছে, সত্যিই দুর্দান্ত। একদম ভয়ডরহীন ক্রিকেট খেলেছে পুরো দল। সিনিয়রদের ছাড়াই যেভাবে লড়েছে ওরা, এক কথায় চমৎকার। সিনিয়ররা নেই, এই বিষয়টি ওরা বুঝতে দেয়নি। ওদের মানসিকতায় কোনো পরিবর্তন আসেনি। নিজেদের মতো করে খেলে গেছে। নিজেদের খেলাটা উপভোগ করেছে। এটি প্রশংসার দাবি রাখে।’
দ্বিতীয় টি-টোয়েন্টির আগে বাংলাদেশের সহকারী কোচ নিক পোথাসও বলেছিলেন, ‘বাংলাদেশ দল মানসিকভাবে অনেক এগিয়ে আছে। দলের সবাই দারুণ উদ্যমী। নিউজিল্যান্ডে বিপক্ষে তাদের দেশে খেলাটা খুব চ্যালেঞ্জিং। আমরা এটিকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি না। বরং, উপভোগ করছি।’