শান্তদের সাহসী মানসিকতার প্রশংসায় নাজমুল আবেদীন
নিউজিল্যান্ডে দারুণ সময় কাটছে বাংলাদেশের। বছরের শেষ ওয়ানডেতে পেয়েছে জয়। বছর শেষের টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও হয়েছে জয় দিয়ে। কেটেছে নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে জয় না পাওয়ার আক্ষেপ। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে বদলে যাওয়া এক দলের দেখা পেয়েছে বাংলাদেশ। তারুণ্যের ডানায় চড়ে যারা অতিক্রম করতে পারেন সব বাধা।
সাহসী ও নির্ভীক এই বাংলাদেশ দলকে প্রশংসায় ভাসাচ্ছেন সবাই। এবার সেই দলে যোগ দিলেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) ক্রিকেট উপদেষ্টা ও কোচ নাজমুল আবেদীন ফাহিম। বর্ষীয়ান এই কোচ নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রশংসার পাশাপাশি তুলে ধরেন বেশ কিছু বিষয়।
আত্মবিশ্বাস যে কত প্রয়োজন, সেটি বোঝালেন ফাহিম। তিনি বলেন, ’কেবল মাত্র আত্মবিশ্বাস না থাকার কারণেই জীবনে কত কিছুই পাওয়া হয়ে ওঠে না আমাদের। একটু অন্ধকারে নিজেদের উপর বিশ্বাস রেখে আমরা হাত বাড়াতে সবসময়ই দ্বিধাদ্বন্দ্বে ভুগি। এটা যে শুধু ক্রিকেটকে ঘিরেই, তা নয়। জীবনের প্রায় প্রত্যেক ক্ষেত্রেই। শুধু এই আত্মবিশ্বাসটুকু নেই বলেই অনেক সময় হয়তো কাঙ্খিত লক্ষ্যের কাছে এসেও ফিরে যাই, সহজেই হার মেনে নেই।’
দীর্ঘদিনের নেতিবাচকতা থেকে বেরিয়ে আসায় শান্ত ও বাংলাদেশ দলকে অভিনন্দন জানান ফাহিম। পোস্টে আরও বলেন, ‘শান্ত ও তার দলকে দীর্ঘদিনের লালিত নেতিবাচক এই মানসিকতা থেকে বেরিয়ে আসার জন্য অভিনন্দন। এই মানসিকতা এতদিন কমবেশি সবাই লালন করে এসেছি। যে কারণে আমাদের যাত্রা দীর্ঘদিন ধরে একটা জায়গায় এসে থেমে আছে। কী করলে জয়ী হওয়া যাবে, দলের প্রত্যেকে শুধু এটাই ভেবেছে। ব্যক্তিগত মাইলফলক খুব একটা কাজে আসে না দল যখন হেরে যায়। অনেকগুলো টুকরো টুকরো পারফরম্যন্সের যোগফল এই জয়। এটি দলের সবার। ব্যাপারটা সহজ ছিল না। বিশেষ করে, নেপিয়ারের মত জায়গায় এবং নিউজিল্যান্ডের মতো দলের বিরুদ্ধে। কারণ, দীর্ঘ সময় আমরা শুধু ঘরের চিরচেনা পরিবেশেই এমন জয়ে অভ্যস্ত ছিলাম।’