র্যাঙ্কিংয়ে লম্বা লাফ শরিফুলের
শুরুর হতাশা কাটিয়ে নিউজিল্যান্ডে দারুণ সময় কাটাচ্ছে বাংলাদেশ। মেষ ওয়ানডের পর জিতেছে প্রথম টি-টোয়েন্টিতেও। নিউজিল্যান্ডের উইকেটকে বলা হয় পেসের স্বর্গরাজ্য। সেখানে বাংলাদেশি পেসার শরিফুল ইসলাম মেলে ধরেছেন নিজেকে। বর্তমানে বাংলাদেশের অন্যতম সেরা পেসার শরিফুল।
পারফরম্যান্সের স্বীকৃতিও পেয়েছেন তিনি। আইসিসির সর্বশেষ হালনাগাদকৃত র্যাঙ্কিংয়ে ওয়ানডে বোলারদের তালিকায় ২২ ধাপ এগিয়েছেন এই পেসার। কিউইদের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে গত ২৩ ডিসেম্বর সাত ওভারে মাত্র ২২ রান দিয়ে শিকার করেন তিন উইকেট। নিজের ধারাবাহিকতা ধরে রাখেন প্রথম টি-টোয়েন্টিতেও। চার ওভারে ২৬ রান দিয়ে তুলে নেন তিন উইকেট।
ওয়ানডেতে শরিফুলের বর্তমান অবস্থান ৩৫তম। গত সপ্তাহে হালগানাদকৃত র্যাঙ্কিংয়ে তিনি ছিলেন ৫৭ নম্বরে। তার বর্তমান রেটিং পয়েন্ট ৫২৩। ক্ষুদ্র সংস্করণেও একধাপ এগিয়েছিলেন শরিফুল। তার বর্তমান অবস্থান ৮৭ নম্বরে। সর্বশেষ হালনাগাকৃত তালিকায় তার অবস্থান একই আছে।
মিরপুরে ২০২১ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় শরিফুলের। অভিষেকের পর থেকেই দলে নিয়মিত মুখ তিনি। অর্জন করেছেন আস্থার জায়গা। এখন পর্যন্ত ৩৩টি ওয়ানডে খেলা শরিফুলের উইকেটসংখ্যা ৫১টি। তৃতীয় দ্রুততম বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে ৫০ উইকেট স্পর্শ করেন তিনি। পেসার হিসেবে দ্বিতীয়। ওয়ানডে ক্যারিয়ারে এখনও ফাইফারের দেখা না পেলেও শরিফুল চার উইকেট পেয়েছেন তিন ম্যাচে।
সবচেয়ে কম ম্যাচে ৫০ উইকেট পাওয়া বাংলাদেশি বোলার মুস্তাফিজুর রহমান। ২৭ ম্যাচে উইকেটের হাফসেঞ্চুরি করেন মুস্তাফিজ। মাত্র এক ম্যাচের জন্য স্পিনার আব্দুর রাজ্জাককে ছুঁতে পারেননি শরিফুল।