বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচে বৃষ্টির শঙ্কা
নেপিয়ারে প্রথম টি-টোয়েন্টিতে দাপুটে জয়ের পর এবার বাংলাদেশের সামনে সুযোগ সিরিজ জিতে নয়া ইতিহাস গড়ার। তবে, বাংলাদেশের সেই স্বপ্নে বাধ সাজতে পারে বৃষ্টি। আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, দ্বিতীয় ম্যাচের ভেন্যু মাউন্ট মঙ্গানুইতে বৃষ্টির সম্ভাবনা থাকায় ম্যাচ মাঠে গড়ানো নিয়েও আছে শঙ্কা।
স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১০ মিনিটে শুরু হওয়ার কথা বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি। তবে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে বে ওভালে। তাছাড়া আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, সন্ধ্যার পর থেকে বৃষ্টির সম্ভাবনা আরও বেশি। তাই বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
বেরসিক বৃষ্টি বাগড়া না দিলে হতে পারে দারুণ একটি ম্যাচ। এমনিতে বে ওভালের উইকেটে হতে পারে রানউৎসব। এখন পর্যন্ত ১০ টি-টোয়েন্টিতে প্রায় সব ম্যাচেই কোনো না কোনো ইনিংসে রান দুইশর কাছাকাছি গেছে। সর্বোচ্চ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০১৮ সালে ২৪৩ রান করেছিল নিউ জিল্যান্ড। এবার নিউজিল্যান্ড-বাংলাদেশের ব্যাটাররা কেমন করেন সেটিই দেখার।
প্রথম ও দ্বিতীয় টি-টোয়েন্টির মাঝে ব্যবধান ছিল মাত্র একদিন। এই দিনটি শান্তদের কেটেছে নেপিয়ার থেকে শেষ দুই টি-টোয়েন্টির ভেন্যু মাউন্ট মঙ্গানুই ভ্রমণে। দীর্ঘ চার ঘণ্টা ভ্রমণ শেষে ভেন্যুতে পৌঁছালেও অনুশীলন করেননি ক্রিকেটাররা। মূলত, ভ্রমণ ক্লান্তির কথা ভেবেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে টিম ম্যানেজমেন্ট।