খেলাইফির অভিযোগ, পিএসজিকে সম্মান দেখায়নি মেসি
পিএসজির সঙ্গে সম্পর্কের তিক্ততা শেষ করে লিওনেল মেসি পাড়ি জমিয়েছেন মায়ামিতে। ইন্টার মায়ামির হয়ে চমৎকার এক মৌসুম কাটিয়েছেন আর্জেন্টাইন তারকা। পিএসজিতে থাকাকালীন এবং ক্লাবটি ছাড়ার পর মেসি বেশ কবার জানিয়েছেন নিজের অসন্তোষ। ফরাসি ক্লাবটিতে সুখে ছিলেন না ক্ষুদে জাদুকর। এমনকি বিশ্বকাপ জয়ের পর পাননি ন্যূনতম সংবর্ধনাও।
এবার মেসিকে নিয়ে অভিযোগ তুলেছেন নাসের আল খেলাইফি। পিএসজি সভাপতির অভিযোগ, মেসি তার ক্লাবকে যথাযথ সম্মান দেয়নি। মেসি মানুষ হিসেবে ভালো হতে পারে, কিন্তু এই বিষয়টি তাকে হতাশ করেছে। এমনটিই প্রকাশিত হয়েছে আজ বুধবার (১০ জানুয়ারি) গোল ডটকমের প্রতিবেদনে।
খেলাইফি বলেন, ‘পিএসজি ছাড়ার পর মেসি ক্লাবের প্রতি সম্মান দেখাননি। সে ভালো মানুষ, কিন্তু আমার ক্লাব নিয়ে কেউ কথা বললে সেটি খারাপ। ক্লাবে থাকতে যা বলার বলতে পারে। ছাড়ার পর অসম্মান করা, বাজে কথা বলা উচিত নয়। এটি শুধু মেসির জন্য নয়, সবার বেলায় প্রযোজ্য।
বার্সেলোনা ছেড়ে পিএসজিতে দুই মৌসুম কাটান মেসি। ক্লাবটির হয়ে ৭৫ ম্যাচে ৬৭ গোল করেন তিনি। তবে, জেতাতে পারেননি পিএসজির আরাধ্য চ্যাম্পিয়ন্স লিগ।
মূলত, চ্যাম্পিয়ন্স লিগ জিততেই মেসিকে নিয়ে এসেছিল ফরাসি ক্লাবটি। ব্যর্থ হয়ে মেসিকে শেষ দিকে এমনকি শুনতে হয়েছিল ভক্তদের দুয়োধ্বনি।