পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, তথ্য প্রতিমন্ত্রী আরাফাত
নতুন সরকারের মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। এ ছাড়া ৩৬ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। তাদের মধ্যে ড. হাছান মাহমুদ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী এবং ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য মোহাম্মদ এ আরাফাত তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন।
ড. হাছান মাহমুদ একাদশ জাতীয় সংসদে তথ্য ও সম্প্রচারমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তখন ড. এ কে আব্দুল মোমেন ছিলেন পররাষ্ট্রমন্ত্রী। এবার ড. হাছান পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন। আর তার উত্তসূরী হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব থাকছেন ঢাকা-১৭ আসন থেকে নির্বাচিত মোহাম্মদ এ আরাফাত।
ড. হাছান মাহমুদ ২০০৮ সালে চট্টগ্রাম-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হলেও এবার তিনি চট্টগ্রাম-৭ আসন থেকে নির্বাচিত হয়েছেন। ২০০৯ সালের জানুয়ারিতে শেখ হাসিনার মন্ত্রিসভায় তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিযুক্ত ছিলেন। কিন্তু ছয় মাস পর তাকে পরিবেশ ও বন প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। পরে ২০১১ সালের নভেম্বরে তিনি পরিবেশ ও বন মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী হিসেবে পদোন্নতি পান। ড. হাছান ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে এবং ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৭ আসন থেকে নির্বাচিত হন। একাদশ জাতীয় সংসদে শেখ হাসিনার চতুর্থ মন্ত্রিসভায় তিনি তথ্য ও সম্প্রচারমন্ত্রী হন।