দক্ষ জনশক্তি রপ্তানির ওপর গুরুত্ব দেওয়া হবে : পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আমরা দক্ষ জনশক্তি রপ্তানির ওপর গুরুত্ব দিব। সেইসঙ্গে কূটনৈতিকভাবে রোহিঙ্গা সমস্যার সমাধান করার ওপর গুরুত্ব দেওয়া হবে।
আজ রোববার (১৪ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের এসব কথা বলেন ড. হাছান মাহমুদ। এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন কর্মকর্তারা।
গত বৃহস্পতিবার নতুন সরকারের মন্ত্রী হিসেবে শপথ নেন ড. হাছান মাহমুদ। ওইদিনই তাকে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে ড. হাছান মাহমুদ আরও বলেন, নির্বাচন নিয়ে অনেক ধরনের চাপ ছিল। সব চাপ উতরে নির্বাচন সফলভাবে শেষ হয়েছে।
সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সবাই একসঙ্গে কাজ করব, সবাইকে সঙ্গে নিয়েই আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব। তবে আমরা সবার সঙ্গে বন্ধুত্বের পাশাপাশি বিভিন্ন দেশের কনসার্নগুলোকে মূল্যায়ন করবো।