ওবামার সঙ্গে দেখা হলে গর্ববোধ করব : মেসি
আর্জেন্টিনার ফুটবল তারকা লিওনেল মেসি বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ও তাঁর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে পারলে তিনি গর্ববোধ করবেন।
ওবামার হতাশা প্রকাশ নিয়ে মেসি বলেন, তিনি প্রেসিডেন্ট ওবামার পরিবারের সঙ্গে সময় কাটাতে পারলে খুব খুশি হবেন। তিনি বলেন, ‘অবশ্যই, তিনি (বারাক ওবামা) এটা বলায় আমি আশ্চর্য হয়েছি, তবে আমি এর উল্টোটাই বলব (আমিই হতাশ হয়েছি)।’
রেকর্ড পাঁচ বারের ব্যালন ডি’অর জেতা মেসি বলেন, ‘তাঁর (ওবামা) ও তাঁর মেয়েদের সঙ্গে সাক্ষাৎ করতে পারলে আমার জন্য তা হবে খুব গর্বের। কিন্তু আমি এটা ভালো করেই জানি ব্যাপারটা খুব জটিল।’
বার্সেলোনার ফরোয়ার্ড বলেন, ‘আমি জানি না এটা (সাক্ষাৎ) সম্ভব কি না। হতে পারে তিনি আর্জেন্টিনায় ছিলেন বলে এ কথা বলেছেন, তবে আমি বলতে পারি অন্য অনেকের মতো আমিও আশ্চর্য হয়েছি।’
বিশ্বকাপ বাছাই পর্বের খেলায় চিলির বিপক্ষে ২-১ গোলের ব্যবধানের জয়ের পর সাংবাদিকদের ওবামার মন্তব্য নিয়ে কথা বলেন সর্বকালের অন্যতম সেরা এ ফুটবলার।
আর্জেন্টিনায় সফরের সময় পোপ ফ্রান্সিসের সঙ্গে দুই মেয়ে সাশা ও মালিয়াকে সাক্ষাৎ করিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। তবে ফুটবল তারকা লিওলেন মেসির সঙ্গে তাদের দেখা করাতে পারলেন না বলে জানান বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি। ওবামা বলেন, আর্জেন্টিনাকে দেখতে এবং এই দেশের বিখ্যাত দুই তারকার সঙ্গে সাক্ষাৎ করাতে তিনি দুই মেয়েকে সঙ্গে নিয়ে এসেছেন। তিনি জানান, সাশা ও মালিয়া এখনো মেসির জন্য অপেক্ষা করছে।
ওবামা বলেন, ‘আমি আমার দুই মেয়েকে বুয়েনস এইরেসের শিহরণ দেখানোর জন্যও এখানে আনতে চেয়েছি। তারা এরই মধ্যে বিখ্যাত আর্জেন্টাইন পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাৎ করেছে। এখন তারা মেসির সঙ্গে দেখা করতে চায়, তবে সেটা আয়োজন করতে পারলাম না।’