১০০ কোটি টাকা আবদার বাফুফের, যা বললেন ক্রীড়ামন্ত্রী
যুব ও ক্রীড়ামন্ত্রনালয়ের দায়িত্ব নিয়েই দেশের সব ক্রীড়া ফেডারেশনগুলোর সঙ্গে বৈঠকে বসছেন নাজমুল হাসান পাপন। সেই ধারাবাহিকতায় এবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে বৈঠক করলেন তিনি। সেই বৈঠকে নতুন ক্রীড়ামন্ত্রীর কাছে সিড মানি বা থোক বরাদ্দ চেয়েছে বাফুফে। এবারের পরিমাণ ১০০ কোটি টাকা।
গতকাল বুধবার (২৪ জানুয়ারি) মন্ত্রণালয়ে নতুন যুব ও ক্রীড়ামন্ত্রীর সঙ্গে প্রায় ৩ ঘণ্টা আলোচনা করেন বাফুফে কর্মকর্তারা। সেখানে মাঠের সংকট ও অপ্রতুল বাজেটের বিষয়টিই তুলে ধরেছেন তারা। যদিও সহসাই সব সমস্যা সমাধান সম্ভবই নয় বলে মনে করেন পাপন।
বাফুফে গত অর্থবছরে সরকারের কাছে ৫০০ কোটি টাকা চেয়েছিল। অর্থ মন্ত্রণালয় বাফুফের সেই প্রকল্পতে সাড়া দেয়নি। এর আগে সরকারের কাছ থেকে ২০ কোটি টাকার সিড মানি পেয়েছিল ফেডারেশনটি। সেই অর্থ খরচের সঠিক কোনো হিসাব দিতে না পারায় অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে দূরত্ব তৈরি হয় বাফুফের।
পাপনের সঙ্গে সাক্ষাতের পর বাফুফের সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদী বলেন, ‘আমরা ফিফা-এএফসি থেকে যে বরাদ্দ পাই সেগুলো নির্দিষ্ট খাতে খরচ করতে হয়। টুর্নামেন্ট যেগুলো হয় সেগুলো পৃষ্ঠপোষকের মাধ্যমে আমাদের চালাতে হয়। আমরা সিড মানি বলে একটা প্রস্তাব দিয়েছি। শর্ত সাপেক্ষে যদি বাফুফেকে একটা বড় অর্থ দেয়া হয় তাহলে সেটা স্থায়ী আমানত হিসেবে রেখে দেয়া হবে। এখান থেকে যে ইন্টারেস্ট আসবে সেটা দিয়ে আমরা খেলাধুলা বা অন্যান্য উন্নয়নমূলক কাজগুলো করব।’
বাফুফের চাওয়া প্রসঙ্গে ক্রীড়ামন্ত্রী বলেন, ‘এ নিয়ে সরকারের সঙ্গে, মন্ত্রণালয়ের সঙ্গে বসতে হবে। কতটুকু রাজি করানো যাবে সেটা আমি জানি না। আমি আপাতত চেষ্টা করছি তাদের সামনে যেসব খেলা আছে সেসব খেলার পৃষ্ঠপোষক ব্যবস্থা করা যায় কিনা। যেসব অবকাঠামো আছে এই মুহূর্তে তা কাজে লাগিয়ে বাফুফের পরিকল্পনায় থাকা খেলাগুলো শেষ করা। আপাতত নজর এতটুকুই।’
উল্লেখ্য, বাফুফের সভাপতি কাজী মো. সালাউদ্দিন অসুস্থতার কারণে এ বৈঠকে যোগ দিতে পারেননি। যুব ও ক্রীড়া মন্ত্রীর সঙ্গে এ আলোচনায় বাফুফে সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদীসহ উপস্থিত ছিলেন সহসভাপতি কাজী নাবিল আহমেদ, মহিউদ্দিন আহমেদ, নারী ফুটবল উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।