অদ্ভুত কাণ্ড, রানআউট হয়েও বেঁচে গেলেন জোসেফ!
লক্ষ্য ২৪২ রানের। ২০ ওভারে ওয়েস্ট ইন্ডিজ এই রান টপকাতে পারলে রেকর্ডবুকে তোলপাড় শুরু হয়ে যেত। কিন্তু ক্যারিবীয়রা ৩৪ রানে অস্ট্রেলিয়ার কাছে হেরে যাওয়ায় সেটি আর হয়নি। তবে ম্যাচে ঘটেছে এক চাঞ্চল্যকর ঘটনা। রানআউট হওয়ার পর ব্যাট করেছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার আলজারি জোসেফ।
আজ রোববার (১১ ফেব্রুয়ারি) অ্যাডিলেডে ঘটে এমন অদ্ভুতুড়ে কাণ্ড। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আগে ব্যাট করে ৪ উইকেটে ২৪১ রানের বিশাল সংগ্রহ গড়ে অজিরা। জবাব দিতে নামা ক্যারিবিয়ানদের ইনিংসের ১৯তম ওভারে তৈরি হয় নাটকীয় পরিস্থিতি।
বল কাভারে ঠেলে সিঙ্গেল নিতে যান আলজারি। তিনি নন-স্ট্রাইক প্রান্তে পৌঁছানোর আগেই সেখানে থাকা ফিল্ডারের থ্রো পেয়ে স্টাম্প উপড়ে দেন জনসন। টিভি রিপ্লেতে দেখা যায় যে, আলজারি ক্রিজের বাইরে ছিলেন। স্বাভাবিক ভাবেই আউট হওয়ার কথা তার। তবে এরপর দেখা গেল চমকপ্রদ এক দৃশ্যের।
আলজারির রানআউট হওয়ার সিদ্ধান্ত যাচাইয়ের জন্য তৃতীয় আম্পায়ারের কাছেই পাঠাননি নন-স্ট্রাইক প্রান্তে থাকা আম্পায়ার জেরার্ড অ্যাবুড। এই বিষয়ে তার ভাষ্য, অস্ট্রেলিয়ানরা তো আবেদনই করেননি।
এমসিসির ক্রিকেট আইনের ৩১.১ নম্বর ধারা বলে, ‘আইনের মধ্যে থেকে কোনো ব্যাটার আউট হলেও কোনো ফিল্ডার যদি আবেদন না করেন, তাহলে কোনো আম্পায়ারই তাকে আউট দেবেন না।’ অর্থাৎ পরিষ্কার আউট হলেও আবেদন করতেই হবে। এটি অবশ্য ক্রিকেটের একেবারেই মৌলিক নিয়ম, মানে না করার ঘটনা দুর্লভই।
পরবর্তীতে জায়ান্ট স্ক্রিনে রিপ্লে দেখে অস্ট্রেলিয়ান ক্রিকেটার টিম ডেভিড এসে বলার চেষ্টা করেন যে, তিনি আবেদন করেছিলেন। তবে সেই দাবি নাকচ করে দেন আম্পায়ার অ্যাবুড। পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে উঠলে সতীর্থদের শান্ত করতে এগিয়ে আসেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ। তবে, নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন অ্যাবুড।