বৃষ্টিতে খেলা পণ্ড হওয়ায় দর্শকের টাকা ফেরত দেবে অস্ট্রেলিয়া
বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম দুই ম্যাচ শেষে ১-১ সমতায় অস্ট্রেলিয়া ও ভারত। সিরিজের তৃতীয় টেস্টে আজ শনিবার (১৪ ডিসেম্বর) মুখোমুখি হয়েছে দুদল। ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে বোলিং বেছে নিয়েছিল ভারত। প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নামা অস্ট্রেলিয়া ১৩.২ ওভারে তুলেছিল ২৮ রান। এরপর আসে বৃষ্টির বাধা।
টানা বর্ষণে ক্রিকেটাররা আর মাঠে নামতে পারেননি। দিনের বেলাতেই নেমে আসে অন্ধকার। ফলে, প্রথম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়ররা। দিনের স্থায়িত্ব হয় মাত্র ৭৪ বল। হতাশা নিয়েই গ্যালারি ছাড়েন দর্শকরা। তবে, তাদের দুঃখ কমিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। প্রথম দিনের টিকিটের অর্থ ফেরত দেবে সিএ কর্তৃপক্ষ। ১৫ ওভারের কম খেলা হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে সিএ। তারা জানিয়েছে, প্রথম দিনের টিকিটের পুরো অর্থ দর্শকদের ফেরত দেওয়া হবে।
আগামীকাল টেস্টের দ্বিতীয় দিনেও আছে বৃষ্টির শঙ্কা। তবে, কর্তৃপক্ষ আশাবাদী আজকের মতো ভারী বর্ষণ হবে না। নাহলে পণ্ড হবে কালকের দিনও। আর টেস্টে একটি দিন কতটা গুরুত্বপূর্ণ, তা অজানা নয় কারও।
এর আগে সিরিজের প্রথম টেস্টে জয় পেয়েছিল ভারত। পার্থের হতাশা কাটিয়ে অ্যাডিলেডে প্রবলভাবে ফিরে আসে স্বাগতিক অস্ট্রেলিয়া। ম্যাচ জিতে নেয় ১০ উইকেটের ব্যবধানে। সিরিজে আসে সমতা।